কানাইঘাট নিউজ ডেস্ক:
বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আবদুল মাজেদের ফাঁসি আজ (শনিবার) রাতে হওয়ার সম্ভাবনা আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রম ন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
শনিবার রাতে তিনি এ তথ্য জানান।
খুনি মাজেদের ফাঁসির বিষয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারে তোড়জোড়ের মধ্যে কবে নাগাদ ফাঁসি কার্যকর হতে পারে টা জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "আজকে রাতে হওয়ার সম্ভাবনা আছে।"
এদিকে বঙ্গবন্ধুর খুনি আব্দুল মাজেদের ফাঁসি কার্যকরের জন্য ঢাকা কেন্দ্রীয় কারাগারের ফাঁসির মঞ্চে মহড়া দিয়েছে জল্লাদরা।
ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে একটি নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেন।
সূত্রটি জানান, ফাঁসির মঞ্চে মহড়া সম্পন্ন হয়েছে ওই মহড়ায় নেতৃত্ব ছিলেন জল্লাদ শাজাহান সহ আরো কয়েক জল্লাদ। এখন খুনি মাজেদের ফাঁসি কার্যকর সময়ের ব্যাপার মাত্র।
১৯৭৫ সালের ১৫ অগাস্ট যে সেনা সদস্যরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নৃশংসভাবে সপরিবারে হত্যা করেছিল, মাজেদ তাদেরই একজন।
অনেক বাধা বিপত্তি পেরিয়ে সেই হত্যাকাণ্ডের বিচার শেষ হয় ২০০৯ সালের নভেম্বর মাসে। বিচারের সর্বোচ্চ আদালত থেকে ১১ জনের ফাঁসির রায় দেন। এরমধ্যে ২০১০ সালের ২৮ জানুয়ারি পাঁচ আসামির মৃত্যুদণ্ড কার্যকর করা হলেও মাজেদসহ ছয়জন পলাতক থেকে যান।
প্রায় ২০ বছরেরও বেশি সময় ভারতের পালিয়ে থাকার পর গত মঙ্গলবার সকালে ঢাকার মিরপুর এলাকা থেকে গ্রেপ্তার হন সাবেক সেনা কর্মকর্তা মাজেদ। তার দণ্ড কার্যকর করতে বুধবার ঢাকার জজ আদালত মৃত্যু পরোয়ানা জারি করে।
রায়ের বিরুদ্ধে আপিল করার সময় বহু বছর আগেই পেরিয়ে যাওয়ায় আবদুল মাজেদের সামনে সেই সুযোগ ছিল না। ফাঁসির দড়ি এড়ানোর শেষ চেষ্টা হিসেবে বুধবার সন্ধ্যায় তিনি রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করেন। কিন্তু রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বুধবার রাতেই সে আবেদন নাকচ করে দিলে মাজেদের দণ্ড কার্যকর করার পথে সব বাধা কাটে।
Saturday, April 11
এ সম্পর্কিত আরও খবর
সীমান্তে রয়েল এনফিল্ড গাড়িসহ কোটি টাকার চোরাই পণ্য জব্দকানাইঘাট নিউজ ডেস্ক: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ১৯ ব্যাটালিয়নের পৃথক অভিযানে ভারতীয় রয়েল এ
সিলেটে ৮৪ লক্ষ টাকার চোরাচালানের মালামাল জব্দসিলেট ও সুনামগঞ্জের সীমান্তে ৪৮ বিজিবির অভিযানে ৮৪ লক্ষ টাকার চোরাচালানের মালামাল জব্দ করা হয়েছে। স
চার দিন বন্ধ থাকবে মেট্রোরেলের শাহবাগ স্টেশন নিরাপত্তা ব্যবস্থার কারণে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন চার দিন বন্ধ রাখার সিদ্ধান্ত
নির্বাচনের আগে সংবিধান সংস্কার সম্ভব : আলী রীয়াজ সংবিধান সংস্কার কমিশনের প্রধান ড. আলী রীয়াজ বলেছেন, নির্বাচনের আগে সংবিধানের বেশ কিছু বিষয় সং
বাংলাদেশ বিরুদ্ধে অপপ্রচার বন্ধে মেটার প্রতি আহ্বান ইউনূসের প্রধান উপদেষ্টাড. মুহাম্মদ ইউনূস জুলাই-আগস্টের গণঅভ্যুথানকে অবমূল্যায়নে কয়েকটি দেশ থেকে চালান
এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ মঙ্গলবার তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) মূল্য আগামীকাল (মঙ্গলবার, ৩ ডিসেম্বর) নির্ধারণ করা হবে।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়