Thursday, April 16

কানাইঘাট-জকিগঞ্জে ত্রাণ বিতরণ করলেন সাবেক ছাত্রনেতা মোস্তাক আহমদ

কানাইঘাট নিউজ ডেস্ক:
সিলেট ল’কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি,কানাইঘাট উপজেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সদস্য,সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-দপ্তর সম্পাদক ও বর্তমান নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের দপ্তর-সম্পাদক এম.মোস্তাক আহমদ এর পক্ষ থেকে গত ৯ এপ্রিল সকাল স্থানীয় বীরদল বাজারে ১০১ পরিবারের মধ্যে  ত্রাণ বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন এম.মোস্তাক আহমদ এর চাচা সমাজসেবক মুহিবুর রাহমান মনির,বীরদল এন এম একাডেমির প্রধান শিক্ষক জার উল্লাহ,সহকারী শিক্ষক দিলদার আহমদ,কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক হোসাইন আহমদ,উপজেলা আওয়ামী লীগের সদস্য মুহিবুর রহমান,স্থানীয় ইউ পি সদস্য ফয়জুর রহমান প্রমুখ।

এদিকে ১৪ এপ্রিল এম.মোস্তাক আহমদ এর পক্ষ থেকে জকিগজ্ঞ উপজেলায় ৫০টি গরিব অসহায় পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন জকিগজ্ঞ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোস্তাকীম আলী হায়দর,যুগ্ম সম্পাদক নাসিম আহমদ,তথ্য ও গবেষণা সম্পাদক এম আজমল হোসেন,পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও স্থানীয় কাউন্সিলর নজরুল ইসলাম,জকিগজ্ঞ উপজেলা ছাত্রলীগের সভাপতি দেলওয়ার আহমদ চৌধুরী,জকিগঞ্জ প্রেসক্লাব এর কোষাধ্যক্ষ এনামুল হক মুন্না,উপজেলা ছাত্রলীগ নেতা হোসেন,জাবেদ,খায়ের,জাবেদ চৌধুরী,বঙ্গবন্ধু যুব পরিষদ আহবায়ক রেজাউল করিম রাজু,সেভ দ্যা নেচার পৌর সভাপতি আমিন আহমদ,সাধারণ সম্পাদক নাঈফ আহমেদ,প্রমূখ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়