Monday, April 27

বাহরাইন থেকে ফিরলেন ১৩৮ বাংলাদেশি

কানাইঘাট নিউজ ডেস্ক:
করোনাভাইরাস বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ায় বিভিন্ন দেশে অনেক বাংলাদেশি আটকে পড়ায় তাদেরকে ফিরিয়ে আনতে উদ্যোগ গ্রহণ করেছে সরকার। বাহরাইনে এমন আটকে পড়া ১৩৮ বাংলাদেশিকে ফিরিয়ে আনা হয়েছে। রোববার (২৬ এপ্রিল) বিকেলে তাদের দেশে ফিরিয়ে আনা হয়।
ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক এএইচএম তৌহিদ উল আহসান বলেন, রোববার (২৬ এপ্রিল) বিকালে গালফ এয়ারের একটি বিশেষ ফ্লাইটে ১৩৮ জন বাংলাদেশি বাহরাইন থেকে দেশে পৌঁছান।
এর আগে ভারত, থাইল্যান্ড, সৌদি আরব, সিঙ্গাপুর, তুরস্ক ও মালদ্বীপে আটকে পড়া কয়েকশ বাংলাদেশি দেশে ফিরে এসেছেন। এখন যারা দেশে ফিরছেন, সংক্রমণ এড়াতে তাদের সবাইকে বাধ্যতামূলকভাবে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে।
বর্তমানে চীন ছাড়া আর সব দেশের সঙ্গে বিমান যোগাযোগ বন্ধ রয়েছে। বিদেশে যারা আটকে আছে তাদের যেমন ফেরত আনা হচ্ছে আবার বাংলাদেশেও যেসব বিদেশি আছে তারাও বিশেষ বিমানে নিজ দেশে ফিরে যাওয়ার সুযোগ পাচ্ছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়