Wednesday, March 4

ফ্রান্সে সিটি নির্বাচনে কাউন্সিলর প্রার্থী সিলেটের জুনেদ

কানাইঘাট নিউজ ডেসক:
বাংলাদেশী বংশোদ্ভূত ফরাসী নাগরিক, আব্দুল মুনিম জুনেদ এবারের সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী হবার সুযোগ পেয়েছেন। গত (শুক্রবার-২৮ ফেব্রুয়ারি) তার প্রার্থিতা নিশ্চিত হয়। 

আব্দুল মুনিম জুনেদ ক্ষমতাসীন LREM পার্টি থেকে এ মনোনয়ন লাভ করেন। তিনি Aulnay Sous Bois এলাকার থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। 

ওই এলাকার মেয়র প্রার্থী হলেন Benjamin GIAMI. আব্দুল হান্নান এবং ছালমা বেগমের বড় সন্তান আব্দুল মুনিম জুনেদ।

পাঁচ ভাই-বোনের মধ্যে জুনেদ সবার বড়। 

জুনেদ সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার আছিরগন্জ উচ্চ বিদ্যালয় ও ঢাকা দক্ষিন ডিগ্রি কলেজ থেকে শিক্ষাজীবন শেষ করেন। বর্তমানে ইপিএস বাংলা কমিউনিটি ইন ফ্রান্সের এক্সকিউটিব সদস্য, এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক কর্মকান্ডের সাথে জড়িত . আব্দুল মুনিম জুনেদ জানান, ফ্রান্সের মূলধারার রাজনীতিতে সক্রিয় থেকে ভবিষ্যতে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে চান। তিনি আশা করেন, যুক্তরাষ্ট্র , যুক্তরাজ্য তে যেভাবে বাংলাদেশীরা মূলধারার রাজনীতিতে জায়গা করে নিয়েছে, ফ্রান্সের মূলধারার রাজনীতিতেও বাংলাদেশীরা এগিয়ে আসবেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়