Thursday, February 6

লোভাছড়া কোয়ারিতে ঝুঁকিপূর্ণ গর্ত থাকলে বন্ধের দাবী জানিয়েছেন ইজারাদার


নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট লোভাছড়া পাথর কোয়ারির ইজারাদার মস্তাক আহমদ পলাশ কোয়ারিতে ঝুঁকিপূর্ণ গর্ত থাকলে তাহা বন্ধের দাবী জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে। 


এক বিবৃতিতে কোয়ারির ইজারাদার মস্তাক আহমদ পলাশ বলেন, কোয়ারি থেকে ইজারার সকল শর্ত মেনে পাথর উত্তোলন করার জন্য কঠোর নির্দেশনা রয়েছে তার পক্ষ থেকে। 

যারা কোয়ারি থেকে পাথর উত্তোলন করে আসছেন তাদের ইজারার শর্ত মেনে পাথর উত্তোলনের জন্য সব ধরনের মুচলেকা নেওয়া হয়েছে এবং কোয়ারিতে ইজারাদারের প্রতিনিধি কারিগরি কর্মকর্তা নিয়োজিত করা হয়েছে। তারপরও ইজারার শর্ত লঙ্ঘন করে কেউ ঝুকিপূর্ণ ভাবে পাথর উত্তোলন করে থাকলে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য কোয়ারির ইজারাদার মস্তাক আহমদ পলাশ সংশ্লিষ্ট কর্তৃকপক্ষের প্রতি আহবান জানিয়েছেন।

কানাইঘাট নিউজ ডটকম/ ০৬ ফেব্রুয়ারি ২০২০


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়