Tuesday, January 7

কানাইঘাট শিক্ষার্থীদের নিয়ে পুলিশের সচেতনতা মূলক সভা

নিজস্ব প্রতিবেদক:
“পথ যেন না হয় মৃত্যুর, পথ যেন হয় শান্তির” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নিরাপদ সড়ক চাই শীর্ষক সচেতনতা মূলক আলোচনা কানাইঘাট থানা পুলিশের উদ্যোগে কানাইঘাট সরকারি উচ্চ বিদ্যালয় ও রামিজা বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

 মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় কানাইঘাট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান শিক্ষক মখলেছুর রহমানের সহযোগিতায় শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “চালক-মালিক-যাত্রী-পথচারী ভাই ভাই, সড়ক দুর্ঘটনা মুক্ত বাংলাদেশ চাই” এর আলোকে তাৎপর্যপূর্ণ বক্তব্য প্রদান করেন কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মো. শামসুদ্দোহা পিপিএম।

পরে সকাল ১১টায় রামিজা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান শিক্ষক মামুন আহমদের সার্বিক সহযোগিতায় শিক্ষার্থীদের মাঝে সড়ক দুর্ঘটনা এড়াতে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নির্দেশনা মূলক বক্তব্য রাখেন অফিসার ইনচার্জ মো. শামসুদ্দোহা পিপিএম। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী সহ শিক্ষকবৃন্দ।

কানাইঘাট নিউজ ডটকম/০৭ জানুয়ারি ২০২০

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়