Sunday, January 12

কানাইঘাট প্রেসক্লাবের নতুন কমিটিকে বিভিন্ন মহলের অভিনন্দন


নিজস্ব প্রতিবেদক:
ঐতিহ্যবাহী কানাইঘাট প্রেসক্লাবের ২০২০-২১ সেশনের দ্বি-বার্ষিক নির্বাচনে নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন ও শুভেচ্ছা বার্তা অব্যাহত রয়েছে।


পৃথক পৃথক অভিনন্দন বার্তায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি,সামাজিক,পেশাজীবীসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ প্রেসক্লাবের নতুন কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে বলেন, কানাইঘাট প্রেসক্লাব হচ্ছে এ অঞ্চলের মানুষের একটি আস্থা ও গর্বের প্রতিষ্ঠান। 

কানাইঘাটের আর্থ-সামাজিক উন্নয়নে ক্লাবের সাংবাদিকরা সবসময় মানুষের পাশে থেকে সমাজের বিভিন্ন সমস্যা-সম্ভাবনা, ইতিহাস-ঐতিহ্য গণমাধ্যমে তুলে ধরার পাশাপাশি সবধরনের অনিয়ম, দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালনসহ কানাইঘাটের সার্বিক উন্নয়ন সাধন ও দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাচ্ছেন। 

নতুন কমিটির বলিষ্ট নেতৃত্বে সাংবাদিকদের মধ্যে ভ্রাতৃত্ববোধ তৈরি সহ ক্লাবের সবধরনের কার্যক্রম আরো বেগবান হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেছেন। 

অভিনন্দনদাতারা হলেন, সিলেট ৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ আহমদ মজুমদার, জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা, সিলেট-৫ আসনের সাবেক সাংসদ আলহাজ্ব সেলিম উদ্দিন, সিলেট জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সিলেট-৫ আসনের সাবেক সাংসদ আলহাজ্ব আব্দুল কাহির চৌধুরী, সাবেক সাংসদ অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী, কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক ও কানাইঘাট মহিলা কলেজের অধ্যক্ষ সিরাজুল ইসলাম, সহ-সভাপতি জামাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান মাসুদ আহমদ, নাজমুল ইসলাম হারুন, সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন, শাহাব উদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি মামুনুর রশিদ মামুন, সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক ফরিদ আহমদ, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক কানাইঘাট সদর ইউপির চেয়ারম্যান মামুন রশিদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নজমুল হক, শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কলেজ পরিদর্শক ও সড়কের বাজার উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এম তাজিম উদ্দিন, পৌর আওয়ামী লীগের সভাপতি কেএইচএম আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক খাজা শামীম আহমদ শাহীন, পৌর বিএনপির  সভাপতি কাউন্সিলর শরীফ উদ্দিন, উপজেলা জাপার আহবায়ক আলা উদ্দিন মামুন, সিনিয়র যুগ্ম আহবায়ক শামীম আহমদ, পৌর কমিটির আহবায়ক কামরুজ্জামান কাজল, উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা আব্দুল করিম, জামায়াত নেতা সাবেক মেয়র প্রার্থী কেএম ওলিউল্লাহ, উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা শফিকুল হক, সাধারণ সম্পাদক মুফতি এবাদুর রহমান, উপজেলা জমিয়তে উলামার সভাপতি মাওলানা মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক মাওলানা ক্বারী হারুনুর রশিদ, ইউপি চেয়ারম্যানদের মধ্যে কানাইঘাট লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি চেয়ারম্যান ডাঃ ফয়েজ আহমদ, লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপি চেয়ারম্যান জেমস লিও ফার্গুসন নানকা, সাবেক চেয়ারম্যান ফারুক আহমদ চৌধুরী, দিঘীরপার ইউপির চেয়ারম্যান আলী হোসেন কাজল, সাবেক চেয়ারম্যান আলহাজ¦ আব্দুল মুহিন চৌধুরী, সাতবাঁক ইউপির চেয়ারম্যান আব্দুল মান্নান, বড়চতুল ইউপির চেয়ারম্যান মাওলানা আবুল হোসেন, বানীগ্রাম ইউপির সাবেক চেয়ারম্যান সাহাব উদ্দিন, ঝিঙ্গাবাড়ী ইউপি চেয়ারম্যান আব্বাস উদ্দিন, রাজাগঞ্জ ইউপির চেয়ারম্যান ফখরুল ইসলাম, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে কানাইঘাট সরকারি কলেজের অধ্যক্ষ শামসুল আলম মামুন, উপাধ্যক্ষ লোকমান হোসেন, গাছবাড়ী আইডিয়াল কলেজের অধ্যক্ষ আব্দুল মতিন,  কানাইঘাট বাজার বণিক সমিতির সভাপতি আলতাফ হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল হেকিম শামীম, সহ-সভাপতি কাউন্সিলর ইসলাম উদ্দিন, বাংলাদেশ শিক্ষক সমিতির সাবেক কেন্দ্রীয় নেতা সাতবাঁক ইউপির সাবেক চেয়ারম্যান মাষ্টার ফয়জুল ইসলাম, সমিতির সিলেট জেলা শাখার সভাপতি রামিজা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুন আহমদ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাষ্টার মহিউদ্দিন, সাধারণ সম্পাদক প্রভাষক আহমদ হোসাইন, বাংলাদেশ শিক্ষক সমিতির কানাইঘাট উপজেলা শাখার সভাপতি মানিকগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এখলাছে এলাহী, সচিব রামিজা বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র প্রধান শিক্ষক ফজলুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা ট্রাস্টের সাধারণ সম্পাদক গাছবাড়ী মর্ডান একাডেমীর প্রধান শিক্ষক মাহবুবুল হক, শিক্ষক কল্যাণ ট্রাস্টের সভাপতি চরিপাড়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মুজম্মিল আলী, সাধারণ সম্পাদক রামিজা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জামিল আহমদ, বড়চতুল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ¦ আলমাছ উদ্দিন চৌধুরী, হারিছ চৌধুরী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ গর্ভনিং বর্ডির সভাপতি ব্যাংকার মোঃ জাকারিয়া, উপজেলা সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি আব্দুল লতিফ চৌধুরী, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সহকারী সরকারী প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি খাজা আজির উদ্দিন, সাধারণ সম্পাদক রশিদ আহমদ, হামিদা ফাউন্ডেশনের চেয়ারম্যান যুক্তরাষ্ট্র প্রবাসী মানিক মিয়া, সচিব ফখরুল ইসলাম, মুজম্মিল আলী শিক্ষা ট্রাস্টের চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী ইকবাল হোসেন, সচিব মখলিছুর রহমান মেম্বার, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক মাসুক আহমদ, বর্তমান আহবায়ক এনামুল হক, সিনিয়র যুগ্ম আহবায়ক এসএম মাহবুবুল আম্বিয়া, যুগ্ম আহবায়ক গোলাম মোস্তফা রাসেল, সিনিয়র সদস্য উপজেলা রোড ব্যবসায়ী সমিতির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল্লাহ আল-মুমিন, শ্রমিকলীগের সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক জুনেদ হাসান জীবান, উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আশিক উদ্দিন, ছাত্রলীগের সভাপতি আখতার হোসেন, সাধারণ সম্পাদক মারুফ আহমদ, তৃণমূল ছাত্রলীগের সভাপতি হুমায়ুন কবির তারেক, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, পৌর ছাত্রলীগের সভাপতি নোমান আহমদ রোমান, কানাইঘাট সরকারী কলেজ ছাত্রলীগ সভাপতি আব্দুর রহমান, উপজেলা যুবদলের আহবায়ক নুরুল ইসলাম, যুগ্ম আহবায়ক খসরুজ্জামান পারভেজ, ছাত্রদলের সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক আবুল বাশার, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি ইউপি সদস্য সেলিম চৌধুরী, সাধারণ সম্পাদক মাহফুজুল আলম চৌধুরী, কানাইঘাট বাসস্ট্যান্ড শাখার ম্যানেজার শ্রমিক নেতা ফিরোজ মিয়া, কানাইঘাট দক্ষিণ বাজার শাখা অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন ৭০৭ এর সভাপতি শরীফ উদ্দিন, সাধারণ সম্পাদক জাকারিয়া, উত্তর বাজার শাখার সভাপতি জাকারিয়া, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম সহ কানাইঘাটের বিভিন্ন মহল।

কানাইঘাট নিউজ ডটকম/১২ জানুয়ারি ২০২০


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়