Saturday, January 11

কানাইঘাটে বঙ্গবন্ধুর শতবর্ষ উদযাপনে শোভাযাত্রা

নিজস্ব প্রতিবেদক:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উদযাপন উপলক্ষে কানাইঘাট উপজেলা প্রশাসনের আয়োজনে আনন্দ শোভাযাত্রা করা হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় বঙ্গবন্ধু শতবর্ষ উদযাপন উপলক্ষে উপজেলা সদরে সর্বস্তরের মানুষের অংশ গ্রহণে আনন্দ শোভাযাত্রা বের হয়।
আনন্দ শোভাযাত্রাটি প্রশাসন প্রাঙ্গণ থেকে শুরু হয়ে পৌর শহর প্রদক্ষিণ শেষে প্রশাসন প্রাঙ্গণে অনুষ্ঠান স্থলে এসে মিলিত হয়।
আনন্দ শোভাযাত্রায় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, সাংবাদিক, সুধীজন, বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ ছাড়াও সর্বস্তরের মানুষ অংশ গ্রহণ করেন।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত) লুসিকান্ত হাজংয়ের সভাপতিত্বে বঙ্গবন্ধু শত জন্মবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর উন্নয়ন দর্শন শীর্ষক আলোচনা সভায় বঙ্গবন্ধুর বর্ণাঢ্য সংগ্রামী জীবন এবং সোনার বাংলাদেশ গড়তে এ মহান নেতার চিন্তা চেতনার কথা তোলে ধরে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী।
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান মাসুদ আহমদ ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তারিকুল ইসলামের উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পুলিশের কানাইঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুল করিম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা বেগম, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ শামসুদ্দোহা পিপিএম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন, দিঘীরপার ইউপির চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আলী হোসেন কাজল, পৌর আওয়ামী লীগের সভাপতি কেএইচএম আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক খাজা শামীম আহমদ শাহীন, সাতবাঁক ইউপির চেয়ারম্যান আব্দুল মন্নান, রাজাগঞ্জ ইউপি চেয়ারম্যান ফখরুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নজমুল হক, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, মানিকগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এখলাছে এলাহী সহ বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তাবৃন্দ।
বক্তব্য রাখেন, মাস্টার খাঁজা আজির উদ্দিন, কানাইঘাট সরকারী কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহমান প্রমুখ।
এছাড়া অনুষ্ঠান স্থলে বঙ্গবন্ধুর জীবন ভিত্তিক স্থিরচিত্র প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান, শিশু-কিশোরদের অংশ গ্রহণে বঙ্গবন্ধুর বাংলাদেশ শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজনের পাশাপাশি অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশের মূল কনসার্ট স্যাটেলাইটের মাধ্যমে বড় পর্দায় সরাসরি সম্প্রচার ও বর্ণিল আতশবাজির প্রদর্শনীর আয়োজন করা হয়েছে বলে অতিরিক্ত নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং জানিয়েছেন।

কানাইঘাট নিউজ ডটকম/১১ জানুয়ারি ২০২০

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়