Wednesday, November 13

কোহলির জন্যই কি প্রথম টেস্ট ইন্দোরে?

ইন্দোরের হলকার ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার ভারতের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। টাইগারদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ না খেলে বিশ্রাম নিয়েছিলেন ভারতের নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি। ব্যক্তিগত সময় কাটানো শেষে টেস্টে ফিরেছেন তিনি। ইন্দোরে নামার আগে দুটি দ্বিশতকের মধুর স্মৃতি নিয়ে নামছেন বিশ্বসেরা এ ব্যাটসম্যান। ঘটনাটি এমনভাবে মিলে গেছে যে মনে হতেই পারে কোহলির জন্যই প্রথম টেস্টের ভেন্যু ইন্দোর করা হয়েছে!

শেষ বার যখন বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলতে নেমেছিলেন, ২০৪ রানের অনবদ্য একটা ইনিংস খেলেছিলেন কোহলি। ২০১৬ সালে হায়দ্রাবাদে অনুষ্ঠিত সে টেস্টে বড় হার দেখেছিল বাংলাদেশ। সাজঘরে ফেরার আগে ২৪৬ বলের মোকাবেলায় ২০৪ রান করেছিলেন তিনি।
ইন্দোরের হলকার স্টেডিয়ামে খেলা সবশেষ টেস্টেও কোহলি হাঁকিয়েছিলেন দ্বিশতক। নিউজিল্যান্ডের বিপক্ষে সে টেস্টে ২১১ রান করতে ৩৬৬ বল খেলেছিলেন ভারত অধিনায়ক। কাকতালীয়ভাবে সে ম্যাচেও বড় ব্যবধানে জয় পায় ভারত (৩২১ রান)।
দুই দ্বি-শতকে প্রতিপক্ষ ও ভেন্যু মিলে যাওয়ায় চিন্তিত হতেই পারেন টাইগার টেস্ট ক্যাপ্টেন মুমিনুল হক। তবে আশার কথা, দুই ইনিংসেই কোহলি আউট হয়েছিলেন স্পিনারের বলে। স্পিন আক্রমণে সমৃদ্ধ বাংলাদেশ দল তাই কোহলিকে আটকে দেয়ার ব্যাপারে আশাবাদী হতেই পারে।
টি-টোয়েন্টি সিরিজটা তরুণদের পরখ করে নেয়ার উপলক্ষ হিসেবে দেখেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। স্কোয়াডে মূল খেলোয়াড়দের সঙ্গে ছিলেন শিভাম দুবে, দীপক চাহার, শ্রেয়াস আইয়ার, রাহুল চাহার, ওয়াশিংটন সুন্দর, সাঞ্জু স্যামসানের মতো তরুণ খেলোয়াড়েরা। বিশ্রাম পেয়েছিলেন বিরাট কোহলি, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ শামি, কূলদীপ যাদবরা। টেস্টে সেই ‘সুবিধা’ পাচ্ছে না বাংলাদেশ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অধীনে হতে যাওয়া এই সিরিজের দুই টেস্টেই থাকছেন কোহলি, শামি, জাদেজা, পূজারা, অশ্বিন, কুলদীপরা। ফলে টেস্ট সিরিজে কঠিন পরীক্ষাই অপেক্ষা করছে বাংলাদেশের জন্য। 

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়