Thursday, November 7

কানাইঘাটে সড়ক পরিবহন আইন বাস্তবায়নে সভা

নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাটে সড়ক পরিবহন আইন বাস্তবায়নে সভা
কানাইঘাট প্রতিনিধি:
কানাইঘাটে সড়ক পরিবহন আইন বাস্তবায়নে জনসচেতনতামুলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেল ৪ টায় ট্রাফিক বিভাগ জেলা পুলিশের উদ্যোগে কানাইঘাট উত্তর বাজারে এ সভা অনুষ্ঠিত হয়।

থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শামসুদ্দোহা পিপিএম’র সভাপতিত্বে ও এসআই স্বপন চন্দ্র সরকারের পরিচালনায় জনসচেতনতামুলক সভায় বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী, শিক্ষানবিশ এএসপি ওয়ালিউল ইসলাম রাজিব, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ইউপি চেয়ারম্যান মাসুদ আহমদ, পৌর আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক জামাল উদ্দিন, কানাইঘাট বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হেকিম শামীম। 

উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান আলী হোসেন কাজল, আ’লীগ নেতা রিংকু চক্রবর্তী, বীরমুক্তিযোদ্ধা সুবেদার আফতাব উদ্দিন, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও নিসচার সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এখলাছুর রহমান, পৌর কাউন্সিলর বিলাল উদ্দিন, আওয়ামী লীগ নেতা ইকবাল হোসেন, উপজেলা শ্রমিকলীগের সভাপতি জসীম উদ্দিন, সাধারণ সম্পাদক জুনেদ হাসান জীবান সহ উপজেলার বিভিন্ন পরিবহন সংগঠনের নেতৃবৃন্দ। ।

এ সময় থানার অফিসার ইনর্চাজ মোহাম্মদ শামসুদ্দোহা পিপিএম সাধারণ জনতা ও চালকদের উদ্যেশে গত পহেলা নভেম্বর থেকে কার্যকর সড়ক পরিবহন আইনের নানা দিক তুলে ধরে বক্তব্য দেন। এবং সড়ক পরিবহন আইন-২০১৮ (এক নজরে) নামক লিফলেট শ্রমিকদের মাঝে বিতরণ করেন। 

কানাইঘাট নিউজ ডটকম/০৭ নভেম্বর ২০১৯

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়