Wednesday, November 13

ব্রাহ্মণবাড়িয়ার ট্রেন দুর্ঘটনায় অপমৃত্যুর মামলা

ব্রাহ্মণবাড়িয়ার কসবার মন্দবাগ রেলওয়ে স্টেশনে দুই ট্রেনের সংঘর্ষে ১৬ যাত্রী নিহতের ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

মঙ্গলবার রাতে মন্দবাগ রেলওয়ে স্টেশন মাস্টার জাকের হোসেন চৌধুরী বাদী হয়ে আখাউড়া রেলওয়ে থানায় এ মামলাটি করেন।
আখাউড়া রেলওয়ে থানার ওসি শ্যামল কান্তি দাস বিষয়টি নিশ্চিত করে জানান, স্টেশন মাস্টার থানায় একটি ইউডি (অপমৃত্যু) মামলা করেছেন।
সোমবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার কসবার মন্দবাগ রেলওয়ে স্টেশনে আন্তঃনগর তূর্ণা নিশীথা এক্সপ্রেস ট্রেন সিগন্যাল অমান্য করে উদয়ন এক্সপ্রেস ট্রেনকে ধাক্কা দেয়। এতে ১৬ যাত্রী নিহত ও শতাধিক ট্রেন যাত্রী আহত হয়। দুর্ঘটনার জন্য তূর্ণা নিশীথার লোকোমোটিভ মাস্টারকে দায়ি করা হয়েছে। দুর্ঘটনার পরই তূর্ণার লোকোমোটিভ মাস্টার তাসের উদ্দিন ও সহকারী মাস্টার অপু বিশ্বাস ও ট্রেনের গার্ডকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
 সূত্র: ডেইলি বাংলাদেশ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়