পবিত্র কোরআনের সুরের জাদুকর কারি আব্দুল বাসিত আব্দুস সামাদ। সারা বিশ্বব্যাপী কারি আব্দুল বাসিত নামে যিনি সমধিক পরিচিত।
কোরআনের সুমধুর তেলাওয়াতের কারণে বিশ্ববিখ্যাত কারি হিসেবেই স্বীকৃতি লাভ করেন তিনি। এবার তার নামে হতে যাচ্ছে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা।মিসরের আওকাফ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায় যে, আওকাফ মন্ত্রণালয় ‘আব্দুল বাসিত আব্দুস সামাদ’ শিরোনামে ২৭তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতাটির আয়োজন করবে।
মিশরের আওকাফ মন্ত্রণালয় এক বিবৃতিতে ঘোষণা করেছে, আওকাফ মন্ত্রণালয় সিদ্ধান্ত গ্রহণ করেছে যে, ২৭তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার অনুষ্ঠিতটি আব্দুল বাসিত আব্দুস সামাদ শিরোনামে অনুষ্ঠিত হবে।
২৭তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা আগামী রমজান মাসে অনুষ্ঠিত হবে। মিসরের প্রেসিডেন্ট আব্দুল ফাতাহ সিসি প্রতিযোগিতার সমাপনী দিনে উপস্থিত থাকবেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন বলেও জানান মন্ত্রণালয়।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়