Sunday, October 6

শারদীয় আয়োজন নিয়ে লা রিভ

হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজাকে সামনে রেখে উৎসবকে আরও বেশি রঙিন করতে দেশের ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড লা রিভ নিয়ে এসেছে বিভিন্ন ধরনের নকশা ও প্যাটার্নের বৈচিত্র্যময় পোশাক।
শারদীয় আয়োজনকে ঘিরে করা হয়েছে জমকালো কাজের শাড়ি, সালোয়ার-কামিজ, পাঞ্জাবি, লেডিস ফতুয়া, কুর্তা, টি-শার্ট ও টপস। ছোটদের জন্যও থাকছে বিভিন্ন ধরনের রঙিন পোশাক।
এবারের শারদীয় আয়োজন তৈরি করা হয়েছে আরামদায়ক কাপড়ে। পোশাকে আরামের কথা চিন্তা করে বেছে নেয়া হয়েছে কটন, লিনেন কটন, জর্জেট, সিল্ক, এন্ডি সিল্ক, এন্ডি কটনসহ নতুন ধরনের উইভিং ডিজাইনের কাপড়।
ঢাকা, নারায়ণগঞ্জ, খুলনা এবং সিলেটের সব আউটলেটেই পাওয়া যাবে চমৎকার এই শারদ সংগ্রহ। পাশাপাশি কিনতে পারেন অনলাইনে। থাকছে পণ্য হাতে পেয়ে মূল্য পরিশোধের সুবিধা।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়