Tuesday, October 22

মা ইলিশ সংরক্ষণে নিষেধাজ্ঞা না মানায় ২৩২ আটক

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে নৌ পুলিশের বিভিন্ন ইউনিট অভিযান চালিয়ে ২৩২ জনকে আটক করেছে নৌপুলিশ। গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। 

সোমবার নৌপুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। 
নৌপুলিশ জানায়, আটকৃতদের কাছ থেকে ৩৩ লাখ ৮৩ হাজার ৭৬৩ মিটার জাল, ৬টি নৌকা ও ২ হাজার ৬৬ কেজি ইলিশ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এসব ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
৯ অক্টোবর ৩০ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশ ধরা নিষিদ্ধ করেছে সরকার। এ সময়ে ইলিশের আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ, কেনাবেচা ও বিনিময় নিষিদ্ধ থাকবে। এ আইন অমান্য করলে জেল অথবা জরিমানা এমনকি উভয় দণ্ডের বিধান রয়েছে।
 সূত্র: ডেইলি বাংলাদেশ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়