Thursday, October 3

কানাইঘাটে পিয়াজের দাম স্থিতিশীল রাখতে বাজার মনিটরিংয়ে ইউএনও

নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট উপজেলার হাট-বাজার গুলোতে পিয়াজের বাজার স্থিতিশীল রাখতে বাজার মনিটরিং শুরু করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বারিউল করিম খান।

কোন ব্যবসায়ী যাতে করে পিয়াজের দাম ন্যায্য মূল্যের চাইতে ক্রেতাদের নিকট বেশী দামে বিক্রি ও মওজুদ রাখতে না পারেন এ জন্য নির্বাহী কর্মকর্তা বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে কানাইঘাট বাজার পরিদর্শন করে মুদি ব্যবসায়ীদের সাথে কথা বলেন।

তিনি পিয়াজের পাশাপাশি প্রতিটি পণ্য সামগ্রী সঠিক মূল্যে বিক্রি করার জন্য ব্যবসায়ীদের প্রতি আহবান জানান। এ সময় বিভিন্ন পণ্য সামগ্রী পলিথিনের প্যাকেটজাত করার দায়ে পাটজাত মোড়ক বাধ্যতামূলক ব্যবহার আইনে বাজারের দু’টি ব্যবসায়ী প্রতিষ্ঠান কে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মামলা দায়েরের মাধ্যমে নগদ ৬ হাজার টাকা জরিমানা আদায় করেন।

জানা যায়,  কানাইঘাট বাজারে ৮০ টাকা মূল্যে প্রতি কেজি পিয়াজ বিক্রি করা হচ্ছে।

কানাইঘাট নিউজ ডটকম/০৩ অক্টোবর ২০১৯

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়