Saturday, October 19

পবিত্র কোরআন অবমাননা করলেই শাস্তি মৃত্যুদণ্ড!

নাইজেরিয়ায় কোরআন অবমাননার অপরাধে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়েছে। দেশটির উত্তরাঞ্চলীয় জামফারা রাজ্যের কর্মকর্তারা সিদ্ধান্ত গ্রহণ করেছেন যে, যারা পবিত্র কোরআনুল কারিম অবমাননা করবে তাদেরকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেয়া হবে।

জামফারা রাজ্যের গভর্নর বালু মুহাম্মদ মেটাওয়াল বলেন, কোরআনুল কামির মুসলিম উম্মাহর পবিত্র ধর্মগ্রন্থ। কোরআনের মর্যাদা রক্ষায় শীঘ্রই তা অবমাননার শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড বিল কার্যকর করা হবে।
রাজ্যের ২৪ জন সদস্যের এক কমিটি পরামর্শের আলোকে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। কিছু দিন আগে জামফারা রাজ্যে গভর্নর মুহাম্মদ মেটাওয়াল বলেছিলেন যে, কোরআন অবমাননার অপরাধের দোষীদের শাস্তি দিতে প্রতিশ্রুতিবদ্ধ তারা।
উল্লেখ্য যে, নাইজেরিয়ার মোট জনসংখ্যা প্রায় ১৯ কোটি। নাইজেরিয়ার প্রায় অর্ধেক জনগণই মুসলিম। আর এসব মুসলিমরা দেশটির উত্তরাঞ্চলীয় প্রদেশগুলোতে বসবাস করে। দেশটিতে অন্যান্য ধর্মের অনুসারী রয়েছে ১০ শতাংশ এবং বাকি ৪০ শতাংশ মানুষ খ্রিস্টান ধর্মাবলম্বী। 

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়