প্রভাবশালী ১০০ নারীর তালিকায় জায়গা করে নিয়েছেন রোহিঙ্গা তরুণী জেসমিন আক্তার। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির জরিপে এই তথ্য উঠে এসেছে। বুধবার বিবিসি তাদের ওয়েবসাইটে ২০১৯ সালের অনুপ্রেরণাদায়ী ও প্রভাবশালী ১০০ নারীর তালিকা প্রকাশ করে। সেখানেই জায়গা হয় রোহিঙ্গা তরুণী জেসমিনের।
পরিবেশ, জ্ঞান, নেতৃত্ব, সৃষ্টিশীলতা, খেলাধুলা ও পরিচয়-এমন ছয় ক্যাটাগরিতে প্রকাশিত তালিকাটি তৈরি করা হয়। এসবের ভিত্তিতে ওই তালিকায় জায়গা করে নেয় সারা বিশ্বের ১০০ নারী। এতে প্রত্যেকের সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরা হয়। সেই হিসেবে জেসমিনের দেশ পরিচয়ে বাংলাদেশ-যুক্তরাজ্য লেখা রয়েছে।
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়