Saturday, October 26

সেই মডেল নারী বাইকারের মর্মান্তিক মৃত্যু (ভিডিও)

মডেল ও নারী বাইকার এবং ব্লগার কুজাভিনি এলেনার মোটরসাইকেল দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে ইউটিউবে এলেনার অসংখ্য দুর্দান্ত ও ভয়ংকর সাহসিকতার সঙ্গে বাইক চালানোর ভিডিও রয়েছে। কিন্তু এই বাইকই কেড়ে নিল ৪১ বছর বয়সী এই মডেলের জীবন। ইউক্রেনের হাইওয়ে রাস্তা গোস্তমেলে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়। পুলিশ রিপোর্ট বলছে, এলেনা তার বিএমডাব্লিউ মোটরসাইকেল নিয়ে রাস্তা পার হওয়ার সময় সামনা সামনি একটি ভক্সওয়াগনের সঙ্গে ধাক্কা লাগে। এলেনার বাইক ও গাড়ির সঙ্গে সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। রিপোর্ট আরো জানায়, অ্যাম্বুলেন্স আসার পরও তিনি বেঁচে ছিলেন। কিন্তু এর কিছুক্ষণ পরেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। ভক্সওয়াগন গাড়ির চালকও বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন চিকিৎসাধীন অবস্থায়। এ বিষয়ে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে। এলেনা একজন ইনস্টাগ্রাম মডেল ছিলেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়