Friday, September 13

সুনামগঞ্জে বিয়ের দাওয়াত খেয়ে হাসপাতালে ৫৬ জন

সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ইউপির শাধদপুর গ্রামে বিয়ের দাওয়াত খেয়ে অসুস্থ হয়ে ৫৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার সকাল থেকে রাত পর্যন্ত ডায়রিয়ায় আক্রান্ত হয়ে তারা হাসপাতালে ভর্তি হন।

সদর হাসপাতালে গিয়ে জানা গেছে, বিয়ের খাবার খেয়ে সকাল থেকে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে রোগী ভর্তি হওয়া শুরু হয়। তারা বুধবার দিবাগত রাতে বিয়ের খাবার খেয়ে অসুস্থ হন।
শাধদপুর গ্রামের প্রাণেশ তালুকদারের মেয়ে চন্দনা তালুকদারের বিয়েতে এ ঘটনা ঘটে। দিরাই উপজেলার তাড়ল ইউপির ডাইয়ারগাঁও গ্রামের মিহির তালুকদারের সঙ্গে তার বিয়ে হয়। সেখানে রাতের খাবার খাওয়ার পর সকালে অনেকের পেটে ব্যাথা শুরু হয়। অনেকেই আবার পাতলা পায়খানাসহ ডায়রিয়ায় আক্রান্ত হন। এভাবে সকাল থেকে একে একে ৫৬ জন হাসপাতালে ভর্তি হন।
কনের মা চন্দা রাণী তালুকদার ও চাচাতো বোন বৃষ্টি রাণী তালুকদারের অবস্থা গুরুতর হওয়ায় তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কনের বড় ভাই শান্ত তালুকদারও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন।
ভুক্তভোগীরা জানান, খাবারের মধ্যে ছিল মাছ, মুরগির মাংস ও দই। কী কারণে এ ধরনের সমস্য হলো, খাবারে কোনো বিষক্রিয়া ছিল কি-না আক্রান্ত কেউ কিছু বলতে পারেননি।
দিরাই উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাহবুবুর রহমান জানান, এ ঘটনায় বরের বাড়ির ১৮ জন দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।
কনের খালু জিসু মজুমদার বলেন, কী কারণে এমন হলো কিছুই বুঝতে পারছি না। আমার পেটে ব্যাথা ছিল। ওষুধ খেয়েছি। এখনো ব্যাথা আছে।
বরপক্ষের প্রণয় তালুকদার বলেন, দিনের বেলা যারা খেয়েছেন তাদের কোনো কিছু হয়নি। আমরা যারা রাতে খেয়েছি তারাই মূলত ডায়রিয়া ও পেটের ব্যাথায় আক্রান্ত হয়েছি। কীভাবে কী হলো কেউ বুঝতে পারিনি।
এ বিষয়ে জেলা সিভিল সার্জন আশুতোষ দাস বলেন, খাদ্যে বিষক্রিয়া থেকে এমন সমস্যা হয়েছে। সবাইকে চিকিৎসা দেয়া হচ্ছে।
 সূত্র: ডেইলি বাংলাদেশ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়