Thursday, September 19

বঙ্গবন্ধু খুনি নূর চৌধুরীকে ফেরাতে বাংলাদেশের পক্ষে রায়!

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অন্যতম আত্মস্বীকৃত খুনি নূর চৌধুরীকে দেশে ফেরানোর বিষয়ে বাংলাদেশের পক্ষে রায় দিয়েছেন কানাডার আদালত। এমনটাই জানা গেছে কূতনৈতিক সূত্র থেকে।
কানাডার আইন অনুযায়ী মৃত্যুদণ্ডপ্রাপ্ত কাউকে প্রত্যর্পণে বাধা থাকায় সে দেশের সরকার জনস্বার্থে নূর চৌধুরীর বিষয়ে তথ্য প্রকাশ করছিল না। এর আগে কানাডা সরকার বরাবরই দেশটিতে অভিবাসিত নূর চৌধুরীর বিষয়ে কোনো তথ্য প্রকাশ না করার সিদ্ধান্ত জানিয়ে আসছিল।
কিন্তু গত মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বাংলাদেশের পক্ষে এ রায় দেন কানাডার ফেডারেল আদালত। বিচারক জেমস ডব্লিউ ওরেইলি রায় দিয়েছেন যে, নূর চৌধুরীর অভিবাসন সংক্রান্ত তথ্য প্রকাশে জনস্বার্থের ব্যাঘাত ঘটবে না। সুতরাং তার বিষয়ে বাংলাদেশকে তথ্য না দেয়ার সিদ্ধান্ত কানাডা সরকারকে পুনর্বিবেচনা করতে হবে।
মৃতুদণ্ডপ্রাপ্ত সাবেক এ সেনা কর্মকর্তাকে দেশে ফিরিয়ে এনে শাস্তি কার্যকর করতে সর্বদাই চেষ্টা করে আসছিল আওয়ামী লীগ সরকার। আর এই রায়ের ফলে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত এই খুনিকে দেশে ফেরানোর চেষ্টায় এক ধাপ অগ্রগতি হল।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়