Thursday, September 19

কানাইঘাট থেকে নিখোঁজের ৪ দিন পর রাজমিস্ত্রী জহির উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:
সিলেটের কানাইঘাট পৌরসভার রায়গড় গ্রামের মৃত মজর আলীর পুত্র রাজ মিস্ত্রী জহির উদ্দিন উরফে জইন উদ্দিন (৪৫) কে নিখোঁজের ৪ দিন পর উদ্ধার করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ২টার দিকে কানাইঘাট থানা পুলিশ প্রযুক্তির সহায়তা নিয়ে পার্শ্ববর্তী জৈন্তাপুর উপজেলার ভেলিবোর্ড স্কুলের পাশ থেকে তাকে উদ্ধার করা হয়।

থানার ওসি (তদন্ত) আনোয়ার জাহিদ জানিয়েছেন, জহির উদ্দিন একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি। তাকে কেউ অপহরণ করেনি। সে নিজ ইচ্ছায় জৈন্তাপুরে গিয়ে আত্মগোপনে ছিল। আমরা প্রযুক্তির সহায়তা নিয়ে তার অবস্থান নিশ্চিত হয়ে উদ্ধারের মাধ্যমে জহির উদ্দিন কে তার পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছি।

প্রসঙ্গত যে, গত রবিবার (১৫ সেপ্টেম্বর) রাজ মিস্ত্রী জহির উদ্দিন নিখোঁজ হলে তার পরিবারের পক্ষ থেকে কানাইঘাট থানায় সোমবার সাধারণ ডায়রি করা হয়।

কানাইঘাট নিউজ ডটকম/১৯ সেপ্টেম্বর ২০১৯

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়