Wednesday, September 11

পদ্মা সেতুর টোল নিয়ে সিদ্ধান্ত হয়নি

পদ্মা সেতুর টোল নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি বলে জানিয়েছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, সেতুর নির্মাণ প্রক্রিয়া এগিয়ে চলছে। কিন্তু টোলের ব্যাপারটা নির্ধারণ হওয়ার আগেই কি ভাবে আগাম কথা বলবো? মূলত টোলের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
মহাসড়কে টোল আরোপের বিষয়ে সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, যাত্রীবাহী সব গাড়িকেই টোল দিতে হবে। পৃথিবীর সব দেশেই রাস্তা ব্যবহারে টোল দিতে হয়। 
কোন মহাসড়কে কত এবং কোন গাড়ির জন্য কত টোল ধার্য হবে সে বিষয়টি একটি নিয়মের মধ্যে আনা হচ্ছে। এ বিষয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় কাজ করছে বলেও জানান ওবায়দুল কাদের। 
সব মহাসড়কে টোল বসানো হবে না জানিয়ে তিনি বলেন, জাতীয় মহাসড়কের মধ্যে যেগুলো ৪,৬ এবং ৮ লেন সড়ক আছে বা নতুন করে হবে আপাতত সেগুলোতেই টোল আরোপের চিন্তা-ভাবনা করা হচ্ছে। 
 সূত্র: ডেইলি বাংলাদেশ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়