Tuesday, September 3

ভিন্ন ছোঁয়ায় টাইগারদের নতুন জার্সি

স্পোর্টস ডেস্ক::

চিরচেনা টেস্টের ধবধবে সাদা জার্সি গায়ে জড়িয়ে ড্রেসিং রুমের সামনে সাকিব আল হাসান। টিমের অফিসিয়াল ফটোসেশনের অপেক্ষায়। জার্সির বুকের বাঁ পাশে বিসিবির লোগো। ডানপাশে স্পন্সর। 

এবারের জার্সিতে যুক্ত হয়েছে নতুন কিছু। নব্য সংযোজন হলো সবুজ রঙে লিখা নামের সঙ্গে নাম্বার। 
টেস্ট ক্রিকেটের জনপ্রিয়তা বাড়াতেই আইসিসির নতুন এই সিদ্ধান্ত। যেটি শুরু হয়েছে এবারের অ্যাশেজ সিরিজ দিয়ে।
টেস্ট পোশাকের এই নতুনত্ব দৃষ্টি কাড়ছে, বেড়েছে চাকচিক্য। জাতীয় দলের টিম ম্যানেজার সাব্বির খান জানালেন, খেলোয়াড়রা জার্সির নাম ও নম্বরে উচ্ছ্বসিত, আজই তাদের হাতে তুলে দেওয়া হয়েছে নতুন টেস্ট জার্সি। সীমিত পরিসরের ক্রিকেটে যে নম্বরে সাকিব-মুশফিকরা মাঠে নামেন, টেস্ট ক্রিকেটে একই নম্বর পেয়েছেন তারা।
১৮৭৭ সাল থেকে শুরু হওয়া টেস্ট ক্রিকেটে কালের বিবর্তনে বিভিন্ন পরিবর্তন এসেছে। টেস্ট ক্রিকেটকে জনপ্রিয় করতেই বিভিন্ন সময়ে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। 
২০০১ সালে সর্বপ্রথম টেস্ট ক্যাপ নম্বর প্রচলন করে ইংল্যান্ড। সেই ধারা এখনো চালু আছে। এবার নাম ও নম্বর যুক্ত হয়ে টেস্টেও লাগল ভিন্নতার ছোঁয়া।
ফটোসেশন শেষে আফগানিস্তানের অধিনায়ক রশিদ খানের সঙ্গে সাকিবের দেখা। সাকিবকে দেখে এগিয়ে এলেন রশিদ খান, চলে আলোচনা ও কুশল বিনিময়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়