Friday, September 13

আইফোনকে ‘টেক্কা দিতে’ অক্টোবরেই আসছে পিক্সেল ৪

দাম বেশি হলেও সবার নজর থাকে আইফোনের দিকে। তবে এবার নজর ফেরাতে চায় গুগল। মার্কিন প্রযুক্তি ব্লগার ইভান ব্লাস জানিয়েছে, ১৫ অক্টোবর নতুন ফ্ল্যাগশিপ পিক্সেল ৪ এবং পিক্সেল ৪ এক্সএল উন্মোচন করতে পারে প্রতিষ্ঠানটি।

তবে নতুন দু’টি ফোন নিয়ে গুগল এখনো কোনো বিবৃতি দেয়নি। কিন্তু এই তথ্য অবিশ্বাস করেও উপায় নেই! স্মার্টফোনের সঠিক তথ্য ফাঁস করায় খ্যাতি রয়েছে ইভান ব্লাসের।
আগের মতোই নতুন পিক্সেল ৪ এবং পিক্সেল ৪ এক্সএল-এও মোটা বেজেল রাখা হতে পারে। তবে ফোনের কোথাও ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেখা যায়নি। ধারণা করা হচ্ছে, পর্দার মধ্যেই বসানো হতে পারে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ব্যবহার হবে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮৫৫ প্রসেসরে।
জানা যায়, ডিভাইসটিতে নতুন মোশন মোড, নাইট সাইট এবং ৮এক্স জুম ফিচার রাখা হবে। গতিশীল কোনো বস্তুর উচ্চমানের অ্যাকশন ছবি তুলবে নতুন মোশন মোড। রাতে কম আলোতে ভালো মানের ছবি তুলবে নাইট সাইট ফিচার।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়