বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ রোববার। ১৯৭৮ সালের এই দিনে রমনা গ্রীনে সম্মেলন করে দলটির ঘোষণা দেন তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান।
দীর্ঘ ৪০ বছরের পথপরিক্রমায় বিএনপি আজ দেশের অন্যতম রাজনৈতিক দল।
১৯ দফা কর্মসূচির আলোকে প্রতিষ্ঠার ৫ মাসের মাথায় ১৯৭৯ সালের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সরকার গঠন করে।
৪১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে
দলের সর্বস্তরের নেতাকর্মী, শুভানুধ্যায়ী এবং দেশবাসীকে শুভেচ্ছা ও
অভিনন্দন জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি: সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম
আলমগীরসহ দলের সিনিয়র নেতারা এবং সব পর্যায়ের নেতাকর্মী শেরেবাংলা নগরে
জিয়াউর রহমানের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ করবেন। বেলা ৩টায় বিএনপি’র উদ্যোগে
রাজধানীর রমনায় ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স-বাংলাদেশ মিলনায়তনে আলোচনা সভা
অনুষ্ঠিত হবে।
এছাড়াও আগামীকাল সোমবার দুপুরে রাজধানীতে র্যালির আয়োজন করেছে দলটি।
সূত্র:
ডেইলি বাংলাদেশ
খবর বিভাগঃ
রাজনীতি
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়