Thursday, August 29

নিষিদ্ধ হচ্ছে ট্রেনের ছাদে ভ্রমণ

আগামী ১ সেপ্টেম্বর থেকে ট্রেনের ছাদে ভ্রমণ সম্পূর্ণ নিষিদ্ধ করছে রেলওয়ে। যদিও আগে থেকেই ছাদে ভ্রমণ ছিল দণ্ডনীয় অপরাধ। এবার রেলমন্ত্রীর নির্দেশে কঠোর হচ্ছে রেল কর্তৃপক্ষ। এজন্য গঠন করা হয়েছে বিশেষ টাস্কফোর্স। ১ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া এসব টাস্কফোর্সের অভিযানে থাকবে জিরো টলারেন্স নীতি।

রেলওয়ের মহাপরিচালক মো. শামসুজ্জামান জানান, ট্রেনের ছাদে ভ্রমণে এখন আর ছাড় দেয়া হবে না। এজন্য রেলওয়ে বিশেষ পদক্ষেপ নিয়েছে। রেলমন্ত্রী চীন সফরে যাওয়ার আগে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। এরপর রেলওয়ে পৃথক বৈঠকে টাস্কফোর্সে গঠন করে।
রেলের মহাব্যবস্থাপক (পশ্চিমাঞ্চল) মো হারুনুর রশীদ জানান, রেলের পশ্চিমাঞ্চলে ১৫টি টাস্কফোর্স টিম গঠন করা হয়েছে। এসব কমিটিতে রেলের কর্মকর্তা, নিরাপত্তাবাহিনী ও জিআরপি পুলিশদের সদস্য রয়েছে। এই টাস্কফোর্স ট্রেন ছাড়ার সময় প্লাটফর্মে অবস্থান নিয়ে ছাদে ভ্রমণ রোধে কাজ করবে। এখন থেকেই স্টেশনগুলোতে মাইকিং শুরু হয়েছে। এছাড়া স্টেশনের ডিজিটাল ডিসপ্লেতে এ সংক্রান্ত নির্দেশনা প্রচার করা হচ্ছে।
এদিকে রেলের পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক সেখানকার সাত জেলার প্রশাসককে অভিযান পরিচালনায় ম্যাজিস্ট্রেট দেওয়ার জন্যও আবেদন করেছেন। এছাড়া নিরাপত্তা বাহিনীর সদস্যরা প্রত্যেকটি স্টেশনে বিশেষ নজরদারি করবে।
ট্রেনের ছাদে ভ্রমণের প্রবণতা সবচেয়ে বেশি দেখা যায় উত্তর-পশ্চিমাঞ্চলের ট্রেনগুলোতে। রেলওয়ের পশ্চিমাঞ্চল বিভাগ এরকম ১২টি স্টেশন চিহ্নিত করেছে। স্টেশনগুলো হলো- জয়দেবপুর, বঙ্গবন্ধু পশ্চিম, ঈশ্বরদী, রাজশাহী, সান্তাহার, পার্বতীপুর, লালমনিরাহাট, বোনারপাড়া, বগুড়া, পঞ্চগড়, রংপুর ও দিনাজপুর। এসব স্টেশনে চলবে বিশেষ নজরদারি।
 সূত্র: ডেইলি বাংলাদেশ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়