Wednesday, August 7

কানাইঘাট সড়কের বাজার উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট সড়কের বাজার উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নে লক্ষ্যে শিক্ষক, অভিভাবক, পিটিএ ও ম্যানেজিং কমিটির সমন্বিত সভা সকাল ১১টায় বিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

স্কুলের প্রধান শিক্ষক আব্দুল মতিনের সভাপতিত্বে ও এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক এম তাজিম উদ্দিন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দিঘীরপাড় ইউপি চেয়ারম্যান ও স্কুল পরিচালনা কমিটির শিক্ষানুরাগী সদস্য আলী হোসেন কাজল, শাবিপ্রবি’র সহ-রেজিষ্ট্রার ফয়সল আহমদ।

বক্তব্য রাখেন, স্কুলের সিনিয়র সহকারী শিক্ষক মতিউর রহমান, শিক্ষক আব্দুল লতিফ, আব্দুন নূর, অভিভাবক আবু সিদ্দিক, মইন উদ্দিন, ময়নুল হক, বশির উদ্দিন, মোশাহিদ আলী, আমিনুল হক চৌধুরী, আব্দুস শহিদ, আব্দুল আহাদ, বদরুল হক, মুসলিম উদ্দিন সুন্নাহ, ময়নুল ইসলাম প্রমুখ। 

স্কুলের শিক্ষার গুণগতমান বৃদ্ধির লক্ষ্যে দিনভর এ অনুষ্ঠানে নানা পরিকল্পনা গ্রহণ করা হয়।কানাইঘাট নিউজ ডটকম/৭আগস্ট ২০১৯

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়