কানাইঘাট নিউজ ডেস্ক:
মাত্র ৪০ দিনে ৩০ পারা কোরআন শরীফ মুখস্ত করে আশ্চর্যন্বিত এক ঘটনার
সৃষ্টি করেছেন বগুড়ার মুহাম্মাদ সাদিক নুর আলম নামের এক শিশু। এ খবর ছড়িয়ে
পড়লে বালকটিকে দেখার জন্য উৎসুক জনতা মাদ্রাসাটিতে উপস্থিত হয়।
জানা
গেছে, শিশু হাফেজ নুর আলম বগুড়া শহরের গোদারপাড়া মাদরাসাতুল উলুমিশ
শারইয়্যাহ মাদরাসার ছাত্র ও বগুড়া সদরের বড় কুমিড়া গ্রামের আতাউর রহমান ও
আঁখি বেগম দম্পতির দ্বিতীয় ছেলে।
হাফেজ
মুহাম্মাদ সাদিক নুর আলমের ওস্তাদ হাফেজ রঈসুল হাসান শিহারী জানান, ছেলেটি
খুব মেধাবী। আমার জীবনে এমন মেধাবী দেখিনি। একদিনে ১ পারা কোরআন মুখস্ত
করে আমাকে শুনিয়েছে।
এ ব্যাপারে প্রতিষ্ঠানের মুহতাতিম মুফতি মাহমুদুল হাসান জানান, আল্লাহর অশেষ মেহেরবানীর কারণে এটা সম্ভব হয়েছে।
এ
বিষয়টি সম্পর্কে বগুড়া জেলা ইমাম মুয়াজ্বিন সমিতির সভাপতি মুফতি মাও:
আব্দুল কাদের জানান মহান আল্লাহর কুদরতি রহমতেই এটা সম্ভব হয়েছে। তিনি
হাফেজের সফলতা কামনা করেন।
খবর বিভাগঃ
ইসলাম
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়