Thursday, August 22

ফের ডেঙ্গুজ্বরে তিতুমীর কলেজ ছাত্রের মৃত্যু

ফের ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে তিতুমীর কলেজের এক ছাত্রের মৃত্যু হয়েছে।

বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর মিরপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মেহেদী হাসান কামাল নামে ওই ছাত্রের মৃত্যু হয়। তার গ্রামের বাড়ি চাঁদপুরে। তিনি রাজধানীর মুগদায় থাকতেন। সে ইংরেজি বিভাগের ছাত্র ছিল। 
ওই হাসপাতালের আইসিইউতে দায়িত্বরত কর্মতর্রা জানান, মেহেদী হাসান কামাল ডেঙ্গু নিয়ে ১৯ আগস্ট হাসপাতালে ভর্তি হন। তার রক্তের প্লাটিলেট কমে অনেক নিচে চলে এসেছিল। চিকিৎসাধীন অবস্থায় বুধবার সন্ধা ৭টা ৩০ মিনিটে তার মৃত্যু হয়।
মেহেদির পরিবার জানায়, প্রচণ্ড জ্বর নিয়ে মেহেদী হাসপাতালে ভর্তি হয়। এ সময় অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়।
মেহেদীর ফেসবুকের সবর্শেষ স্ট্যাটাস হলো- ‘প্রচন্ড জর, মাথা আর শরীর ব্যথা। দোয়া করবেন।’ এরপর থেকে সে আইসিইউতে থাকা অবস্থায় মারা যান।
এর আগে ডেঙ্গুজ্বরে মেহেদী হাসান নামে তিতুমীর কলেজ ছাত্র গত ৬ আগষ্ট বিকেলে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগর। 
 সূত্র: ডেইলি বাংলাদেশ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়