Thursday, August 22

বিদেশিদের জন্য তাৎক্ষণিক ভিসা চালু করলো সৌদি

বিদেশি কর্মীদের জন্য তাৎক্ষণিক ভিসা ব্যবস্থা চালু করেছে সৌদি আরব। এর ফলে এখন থেকে দেশটির প্রাইভেট সেক্টরের নির্দিষ্ট কিছু প্রতিষ্ঠান বিদেশি কর্মীদের তাৎক্ষণিক ভিসা প্রদান করতে পারবে।

সৌদি আরবের মিনিস্ট্রি অব লেবার এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট সম্প্রতি এক বিবৃতিতে এ খবর জানিয়েছে। তারা জানায়, যে সব প্রতিষ্ঠান সৌদি সরকারের ফ্ল্যাগশীপ ন্যাশনালাইজেশন প্রোগ্রামে রয়েছে, তারাই এ ধরণের ভিসা প্রদান করতে পারবে।
মূলত সৌদি আরবের নিতাকাত ন্যাশনালাইজেশন প্রোগ্রামের অধীনে গ্রীন কোডেড প্রতিষ্ঠানসমূহকে এ প্রাধিকার প্রদান করা হয়েছে।
বিভিন্ন ক্যাটাগরিতে এ প্রতিষ্ঠানসমূহ কি ধরণের কাজ করে, তাদের মোট কর্মচারীর সংখ্যা এবং সেখানে কতজন সৌদি নাগরিক কাজ করছেন- এসবের ভিত্তিতে ক্যাটাগরিসমূহ নির্ধারণ করা হয়েছে। 
বর্তমানে চার ধরণের ক্যাটাগরি বিদ্যমান। প্লাটিনাম, সবুজ (এতে তিনটি সাব ক্যাটাগরি রয়েছে), হলুদ এবং লাল। নিতাকাত ন্যাশনালাইজেশন প্রোগ্রামের অধীনে সৌদি সরকার বিভিন্ন প্রতিষ্ঠানে (বিশেষ করে প্রাইভেট সেক্টরে) সৌদি নাগরিকদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করার লক্ষ্যে কাজ করছে। 
মন্ত্রণালয়ের ওয়েব সাইটে উল্লেখ করা হয় যে, এ তাৎক্ষণিক ভিসা বর্তমানে প্রচলিত ভিসা প্রসেসিং এর জন্য আট মাস সময় হ্রাস করবে।
এ জন্য প্রতিষ্ঠানটিকে একটানা ১৩ সপ্তাহ এবং বছরের অন্তত ২৬ সপ্তাহ সবুজ ক্যাটাগরির মান বজায় রাখতে হবে। তাদের লাইসেন্স, বেতন ভাতার মান সরকারের নির্দিস্ট মানদন্ড অনুযায়ী থাকতে হবে।
সৌদি আরবের মিনিস্ট্রি অব লেবার এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট এর মন্ত্রী আহমাদ আল রাজী বলেন, প্রাইভেট সেক্টরের প্রতিষ্ঠানসমূহের সঙ্গে এ ব্যবস্থা ২০২৩ সালের মধ্যে ৫,৬১,০০০ কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে। 
এছাড়াও এ পদ্ধতিটি কর্মস্থলের পরিবেশের মান উন্নয়ন, কর্মদক্ষতা এবং উৎপাদন বৃদ্ধির পাশাপাশি আন্তর্জাতিক প্রতিষ্ঠানসমূহের সৌদিতে বিনিয়োগের মাত্রা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে। সৌদি সরকারের ভিশন ২০৩০ এর লক্ষ্যপূরণে এ ব্যবস্থা তাদের বেকারত্বের হার কমিয়ে ৭ ভাগে নিয়ে আসতেও সক্ষম হবে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়