স্বাস্থ্য ও চিকিৎসা ডেস্ক :
খাওয়ার আগে হাত ধোয়ার অভ্যাস প্রায় সবারই আছে। তবে নখের ক্ষেত্রে ঠিক তার বিপরীত। অনেক সচেতন মানুষ শুধু ফ্যাশনের জন্য নখ পরিষ্কার না করে নিজেদের বিপদ ডেকে আনেন।
মানুষ সৌন্দর্যের জন্য হাতের নখ বাড়ায়।
নানা রঙের নেইলপলিশ ব্যবহার করে। হাল আমলে জনপ্রিয় হয়েছে নেইল আর্ট। নখের
পরিচর্চায় চলে ম্যানিকিওরও। কিন্তু জানেন কি, নখের নিচে ঠিক কতটা বিষ
লুকিয়ে থাকে?
১. নখের নিচে লুকিয়ে থাকা নোংরা ও জীবাণু পিনওয়ার্ম-এর মতো সংক্রমণ ছড়ায়।
২. নখের নিচের মাংসল অংশ, যাকে সাব-আংগুয়াল রিজিয়ন বলে। এখানে শত শত ব্যাকটেরিয়ার জন্ম হয়।
৩. অনেকে আবার কৃত্রিম নখ লাগান। তাদের ফিঙ্গারপ্রিন্টে বেশি ব্যাকটেরিয়া পাওয়া যায়।
৪. কৃত্রিম নখ পরিষ্কার করাও অনেক ঝক্কির বিষয়।
৫. নখ বড় রাখলে আপনি ডায়রিয়াসহ বিভিন্ন প্রাণঘাতী অসুখে আক্রান্ত হতে পারেন।
ডাক্তারদের তাই পরামর্শ, কৃত্রিম নখ না
লাগানোই ভালো। নখ রাখতে হলে রাখুন। কিন্তু বেশি বড় করবেন না। নিয়মিত
অ্যান্টিব্যাকটেরিয়াল সাবান দিয়ে নখ পরিষ্কার করুন।
খবর বিভাগঃ
স্বাস্থ্য
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়