Tuesday, August 27

একই সঙ্গে নিখোঁজ সেই দুই ভাইয়ের মরদেহ উদ্ধার

হবিগঞ্জের বানিয়াচংয়ে একই সঙ্গে নিখোঁজের ১২ ঘন্টা পর দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

মঙ্গলবার সকালে উপজেলার বড়ইউড়ি ইউপির বলবপুর গ্রামের একটি পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। মৃতরা হলেন-ওই গ্রামের সাইফুল মিয়ার ছেলে সালমান মিয়া ও তার ভাই তোফাজ্জুল মিয়ার ছেলে তায়েব মিয়া। 
স্থানীয় ইউপি সদস্য খন্দকার মনিরুজ্জামান মনু জানান, সোমবার সন্ধ্যা থেকে ওই দুই ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আত্মীয় স্বজনসহ আশপাশের এলাকাগুলোতে তাদের খোঁজ না পেয়ে এলাকায় মাইকিং করা হয়। মঙ্গলবার সকালে বাড়ির পাশের একটি পুকুরে দুই ভাইয়ের মরদেহ ভেসে উঠতে দেখে স্থানীয়রা। পরে তাদের মরদেহ পুকুর থেকে উঠিয়ে বাড়িতে আনা হয়। 
বানিয়াচং থানার (ওসি) রাশেদ মোবারক জানান, নিখোঁজ শিশুদের মরদেহ একটি পুকুর থেকে উদ্ধার করা হয়েছে বলে শুনেছি। ঘটনাস্থলে পুলিশ যাচ্ছে। বিষয়টি খতিয়ে দেখার পর বুঝা যাবে আসলে তারা পুকুরের পানিতে ডুবে মারা গেছে, নাকি এর পিছনে অন্য কোনো কারণ রয়েছে। 
 সূত্র: ডেইলি বাংলাদেশ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়