Monday, August 19

দিরাইয়ে তুচ্ছ ঘটনায় নিহত ১

সুনামগঞ্জের দিরাইয়ে তুচ্ছ ঘটনা নিয়ে প্রতিপক্ষের সঙ্গে হাতাহাতিতে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

রোববার সন্ধ্যায় উপজেলার নারাইন কুড়ি গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত সমছু মিয়া ওই গ্রামের আফতাব আলীর ছেলে।
দিরাই থানার ওসি কে এম নজরুল ইসলাম বলেন, তুচ্ছ ঘটনা নিয়ে নিহত সমছু মিয়ার স্ত্রী কাছাই বিবির সঙ্গে প্রতিবেশী সুমি বেগমের কথা কাটাকাটি হয়। এর জেরে একই গ্রামের কাওসার মিয়ার সঙ্গে সমছু মিয়ার হাতাহাতি হয়। একপর্যায়ে কাওসারের আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান সমছু।
তিনি আরো বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সুমি বেগমকে থানায় আনা হয়েছে।
 সূত্র: ডেইলি বাংলাদেশ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়