Monday, July 15

বৃষ্টিতে ভেঙে পড়ল বহুতল ভবন, ধ্বংসস্তূপের নীচে ৩০ সৈনিক!

ভারতের হিমাচলপ্রদেশে প্রবল বৃষ্টিতে একটি গেস্ট হাউস বিল্ডিং ভেঙে পরেছে। এসময় ওই ভবনটিতে অবস্থান করছিলো  ৩০ সৈনিক। তারা সকলেই ধ্বংসস্তূপের নীচে চাপা পরেছে। চাপা পরা সৈনিকদের উদ্ধারে কাজ করছে উদ্ধারকর্মিরা। 

রবিবার বিকাল চারটার দিবে হিমাচলপ্রদেশের সোলান জেলায় কুমারহাট্টি-নাহান হাইওয়ের কাছে এই ঘটনা ঘটে। বেঙেপরা ওই বহুতল ভবনটিতে মধ্যাহ্নভোজ করতে গিয়েছিলেন সেনা সদস্যরা। এসময় সেখানে অবস্থান করছিলো আরো দুটি পরিবারের সদস্যরা। 
তবে রাজস্ব ও বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মকর্তা তথা বিশেষ সচিব ডিসি রানা জানিয়েছেন, প্রবল বৃষ্টিতে ভবনটি ভেঙে পরে। ধ্বংসস্তূপের নীচে ৩০ জন আটকে পড়ে। পাঁচকুলা থেকে উদ্ধারে গিয়েছে NDRF-এর দল। কয়েকজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের উদ্ধারের চেষ্টা চলছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়