Monday, July 29

‘দ্রুতই ঘুরে দাঁড়াবে বাংলাদেশ’

স্পোর্টস ডেস্ক::

বিশ্বকাপের আগে দুর্দান্ত ফর্মে ছিল বাংলাদেশ। আয়ারল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় সিরিজের ট্রফিও ঘরে তুলেছিল তারা। বিশ্বকাপের আসর থেকেই শনির দশা লেগেছে। বিশ্বকাপের পরেও পারফর্ম্যান্স খরা কাটেনি। শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে সিরিজ এরই মধ্যে খুঁইয়েছে। তবে এমন বিপর্যয়ের মুখেও আশা হারাচ্ছেন না বাংলাদেশ দলের উইকেটরক্ষক মুশফিকুর রহিম। তিনি আশাবাদী খুব তাড়াতাড়িই ঘুরে দাঁড়াবে বাংলাদেশ।

রোববার লংকানদের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে মুশফিকের ৯৮ রানের ওপর ভর করে মোটামুটি শক্ত ভীত পেয়েছিল টাইগাররা। কিন্তু শেষ রক্ষা হয়নি। ম্যাচ হেরে সিরিজ হাতছাড়া হয় তাদের। 
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে মুশফিক বলেন, ‘এটা ঠিক আমাদের এখন কঠিন সময় যাচ্ছে। কিন্তু এখন চ্যালেঞ্জ হলো আমরা কতটা কামব্যাক করতে পারি। এটা সবার মাথায় আছে এবং আমরা চেষ্টা করছি।’
বিশ্বকাপে ব্যর্থতা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার কাছে সবসময় মনে হয় ওয়ার্ল্ড কাপে আমরা যেভাবে চেয়েছিলাম সেভাবে হয়নি। আমাদের সুযোগ ছিল প্রমাণ করার যে আমরা রাইট ওয়েতেই আছি। হয়তবা শেষ দুটি ম্যাচে আমরা এটা করতে পারিনি এর মানে এটা নয় যে আমরা গত ৫/৭ বছরে যা করেছি মুছে যাবে।’

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়