Tuesday, July 16

কানাইঘাটে সাপ তাড়িয়ে ত্রাণ বিতরণ করলেন উপজেলা ভাইস চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক:

মঙ্গলবার(১৬জুলাই) বানভাসি মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করেন কানাইঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ শাকির।


সকাল ১১টায় আল্লামা মুশাহিদ (রাঃ) ফাউন্ডেশনের উদ্যোগে পৌরসভার হাওড় অঞ্চল খেলুরবন্দ ও চতুল ইউনিয়নের সোনাতুলা গ্রামের শতাধিক বন্যার্ত পরিবারের মাঝে বিভিন্ন প্রকার শুকনো খাবারের প্যাকেট বিতরণ করেন ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ শাকির।

তিনি দুইটি নৌকাযোগে শতাধিক প্যাকেট ত্রাণ সামগ্রী নিয়ে পানিবন্দি অসহায় বর্ন্যাতদের দুয়ারে দুয়ারে গিয়ে ত্রাণ পৌছে দিয়েছেন। পানিবন্দি হাওর এলাকার এ দু’টি গ্রামের অসহায় নারী পুরুষ ভাইস চেয়ারম্যান শাকির কে পাশে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন।

পানিবন্দিরা এ সময় বলেন, তারা কয়েকদিন থেকে নিজ বসত বাড়িতে অসহায় অবস্থায় দিন যাপন করছেন, তাদের কাছে কোন ত্রাণ সামগ্রী পৌছেনি। 



তারা জানিয়েছেন, আব্দুল্লাহ শাকির ছাড়া এই বানভাসিদের কেউ খবর নেয়নি। এসময় অনেকের ঘরে হাটু কাদাঁ লক্ষ করা গেছে। 

তাদের মধ্যে খেলুর বন্দ গ্রামের বিধবা মহিলা হাওয়ারুন নেছার একমাত্র ভরসা বর্তমানে বিছানার খাট। নিচে কাঁদা আর ঘরের উপরে সাপের সাথে যেন তার বসবাস। পুত্রহীন এই মহিলা শাকিরকে দেখে কেঁদে বলেন, ভাই পরে ত্রাণ নিব,আগে ঘরের সাপ তাড়িয়ে দাও। এতে ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ শাকির সাপ তাড়িয়ে দিলে হাওয়ারুনের মনে স্বস্তি ফিরে আসে।


বিপদ মুর্হুতে আব্দুল্লাহ শাকিরের ত্রাণ পেয়ে বানভাসিদের মুখের আড়ালে কিছুটা হাসি লক্ষ্য করা গেছে। কারণ শাকির নৌকা নিয়ে প্রতিটি মানুষের দুয়ারে গিয়ে ত্রাণ পৌছে দিয়ে তাদের খবর নিয়েছেন।

উল্লেখ্য আব্দুল্লাহ শাকির উপজেলার অবহেলিত বিভিন্ন জনপদের বর্ন্যাতদের খবর নিতে সাধ্য অনুযায়ী ত্রাণ নিয়ে এভাবেই ছুটেই চলছেন।

ভাইস চেয়ারম্যান শাকির বলেন, অনেক পানিবন্দি পরিবারকে আমরা ত্রাণ দিতে পারিনি। সমাজের ভিত্তবানদের এসব এলাকার অসহায় মানুষের পাশে ত্রাণ সামগ্রী নিয়ে পাশে দাড়ানোর আহবান জানান।

ত্রাণ বিতরণকালে তার সাথে উপস্থিত ছিলেন কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মাওঃ আসাদ আহমদ, কানাইঘাট সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি আব্দুর রহমান, ছাত্র নেতা মাওঃ জুনায়েদ শামসী। 

কানাইঘাট নিউজ ডটকম/১৬জুলাই ২০১৯

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়