Thursday, July 18

পাকিস্তান দলের প্রতি ক্ষুব্ধ ওয়াকার

স্পোর্টস ডেস্ক ::

বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয় পাকিস্তানকে। ব্যর্থতার পর থেকেই পাকিস্তান দলকে নিয়ে কাঁটাছেড়া শুরু করেন সে দেশের সাবেক ক্রিকেটাররা। এবার দলের সিনিয়র ক্রিকেটারদের দিকেই আঙুল তুললেন সাবেক পাকিস্তানি অধিনায়ক ওয়াকার ইউনুস।

বিশ্বকাপে একটুর জন্য সেমি-ফাইনাল হাতছাড়া হয়েছে পাকিস্তানের। গ্রুপ পর্ব শেষে নিউজিল্যান্ড এবং পাকিস্তানের পয়েন্ট সমান হলেও নেট রান রেটে পিছিয়ে পড়ে পাকিস্তান। তাই সেমি-ফাইনালে চলে যায় কিউইরা।
পাকিস্তানের ব্যর্থতার জন্য ওয়াকার সে দেশের কিছু সিনিয়র ক্রিকেটার আর পাকিস্তান বোর্ডের নীতিকে দায়ী করেন। ওয়াকার বলেন, ‘আমাদের দেশের সিনিয়র ক্রিকেটাররা কোনোভাবেই অবসর নিতে চায় না। ফলে দলে ফিটনেসের সমস্যা দেখা দেয় বারবার। আর তাদের জন্যই বোর্ড সঠিকভাবে দল গঠন করতে পারে না। শেষ মুহূর্তে তড়িঘড়ি করে দল তৈরি করে। এর ফলে চোটগ্রস্ত ক্রিকেটাররাও দলে ঢুকে পড়ে। এমনকি অনেক যোগ্য ক্রিকেটাররা বাদ পড়ে যায়।’
তিনি আরো বলেন, ‘প্রতিবার বিশ্বকাপে ব্যর্থতার পর বোর্ড নতুন কিছু প্রতিশ্রুতি দেয় বটে! কিন্তু তার বাস্তবায়ন চোখে পড়ে না। এটা দীর্ঘদিন চলতে পারে না। এবার বদল দরকার।’

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়