Wednesday, July 3

শ্রীলংকা-উইন্ডিজকে আইসিসির জরিমানা

স্পোর্টস ডেস্ক 

শ্রীলংকা-উইন্ডিজ নিয়ম রক্ষার খেলায় টানটান উত্তেজনা পূর্ণ ওই ম্যাচে ক্যারিবীয়দের ২৩ রানে হারিয়েছিল লঙ্কানরা।

চেস্টারলি স্ট্রিটে টস হেরে আগে ব্যাট করতে নেমে আভিস্কা ফার্নান্দোর সেঞ্চুরির উপর ভর করে উইন্ডিজদের কাছে ৩৩৯ রানের বড় লক্ষ্য দাঁড় করায় শ্রীলংকা। বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়লেও নিকোলাস পুরানের দুর্দান্ত সেঞ্চুরিতে জয়ের স্বপ্ন দেখতে থাকে ক্যারিবীয়রা। 
কিন্তু ফিনিশিং ব্যর্থতায় শেষ পরাজয় নিয়েই মাঠ থেকে ফিরতে হয় তাদের।
তবে সে ম্যাচে স্লো ওভার রেটের কারণে জরিমানার কবলে পরেছে দুই দল। নির্ধারিত সময়ের মধ্যে কোনো দলই নিজেদের পঞ্চাশ ওভারের কোটা শেষ করতে পারেননি। অন্তত ২ ওভারের বেশি সময় লাগিয়েছেন তারা।
এ কারণে আইসিসির কোড অব কন্ডাক্ট ২.২২ অনুযায়ী দুই দলের অধিনায়ক জেসন হোল্ডার ও দিমুথ করুনারত্নেকে ম্যাচ ফি’র ৪০ ভাগ জরিমানা করেছে আইসিসি।
এছাড়াও দুই দলের বাকি খেলোয়াড়দের ম্যাচ ফির ২০ভাগ জরিমানা করেছে ক্রিকেটের সর্বোচ্চ এই সংস্থা।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়