Sunday, June 2

আবু সালেহ্ মো: মাছুমের ঈদের ছড়া

ঈদের ছড়া


ঈদ এলে হয় সবাই খুশি 
আমি কিন্তু না।
ব্যর্থ আমি ছেলে মেয়ের 
পূরণে বায়না।

নতুন জামা নতুন জোতা
বায়না আরো কত।
বউ চায় জামদানী শাড়ি 
আমার মাথা নত।

মাসের শেষে পকেট খালি 
কেমনে তাদের বলি?
কেউ বুঝেনা অল্প আয়ে
কেমন করে চলি।

রমজান মাস থাকলে ভালো 
সারা বছরময়।
খানা পিনার থাকতো লিমিট 
রোধ হত অপচয়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়