Sunday, June 2

আল্লামা শিহাব উদ্দিনের মৃত্যুতে কানাইঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক

নিজস্ব প্রতিবেদক:
সিলেটের ঐতিহ্যবাহী জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদরাসার প্রখ্যাত শায়খুল হাদিস,কানাইঘাটের প্রবীণ আলেম আল্লামা শিহাব উদ্দিন (রহ.)’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কানাইঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দ। 

এক শোকবার্তায় প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন, প্রয়াত শায়খুল হাদিস শিহাব উদ্দিন (রহ.) সিলেট তথা দেশের একজন বরণ্য আলেম ছিলেন। তাঁর মৃত্যুতে সিলেটের ইসলামী শিক্ষার অপূরণীয় ক্ষতি হয়েছে। তাঁর শূণ্যস্থান কোনদিন পূরণ হবে না।

নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকদাতারা হলেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এমএ হান্নান, বর্তমান সভাপতি রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

কানাইঘাট নিউজ ডটকম/০২জুন ২০১৯

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়