Thursday, June 27

ওমরাহ করে অভিনয়কে বিদায় জানালেন নওশীন

রেডিও জকি হিসেবে ক্যারিয়ার শুরু করলেও একটা সময়ে অভিনয়ে থিতু হয়ে পড়েন ছোটপর্দার জনপ্রিয় মুখ নওশীন নাহরিন মৌ। নিয়মিত অভিনয়ে দেখা গেলেও সম্প্রতি অভিনয়কে বিদায় জানিয়ে শোবিজ জগত ছেড়ে দিচ্ছেন এই অভিনেত্রী।
সম্প্রতি ওমরাহ হজ করে দেশে ফিরেছেন। আর ফিরেই সিদ্ধান্ত নিলেন আর অভিনয় করবেন না।
এ প্রসঙ্গে নওশীন বলেন, ‘হ্যাঁ, অভিনয় থেকে বিদায় নিচ্ছি।’
তিনি আরও বলেন, ‘প্রথমত আমি হজ করে এসেছি। দ্বিতীয়ত ইন্ডাস্ট্রিতে এখন কাজের যে অবস্থা তাতে কাজের আর জায়গা নেই। আগ্রহও নেই। কাজ ভালো না লাগলে কেমনে করবো। ’
যোগ করে তিনি আরও বলেন, ‘অভিনয় কখনোই আমার মূল পেশা ছিল না। আগের মতই নিজের ব্যবসা চালাব আর হয়তো উপস্থাপনাটা করব আর সংসারের দিকে আরও মনোযোগী হব। ’
উল্লেখ্য, নওশীন সর্বশেষ কাজ করেন নজরুল ইসলাম রাজু পরিচালিত ‘ঘরে বাইরে’ নামের একটি ধারাবাহিক নাটকে। নাটকটি মাছরাঙা টিভিতে প্রচার চলছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়