Sunday, June 30

সেই শাহীনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

সম্প্রতি যশোরের কেশবরের মঙ্গলকোট গ্রামের ভ্যানচালক শাহীন মোড়ল সাতক্ষীরার পাটকেলঘাটায় ছিনতাইকারীদের হামলায় গুরুতর আহত হন। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনার পর মাথায় অস্ত্রোপচার করা হয়েছে। আগামী ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে রয়েছে শাহীন।
গতকাল শনিবার রাত আড়াইটায় ঢামেকে গিয়ে শাহীনের চিকিৎসার খোঁজখবর নেন প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব আশরাফুল আলম খোকন।
এ সময় তিনি জানান, সংসারে হাল ধরা গুরুতর আহত শাহীনের দায়দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে বিষয়টি জানিয়ে ফেসবুকেও একটি পোস্ট দেন খোকন।
এদিকে এনজিও থেকে নেয়া ঋণের টাকায় কেনা একটি ব্যাটারিচালিত ভ্যান চালিয়ে মাত্র ১৪ বছর বয়সে পরিবারের হাল ধরেন শাহীন মোড়ল। লেখাপড়ার পাঠ চুকিয়ে উপার্জনে নামা এই কিশোরের ভ্যানটি ছিনিয়ে নিয়েছে মানুষরূপী শকুনের দল। সেইসঙ্গে তাকে মারাত্বকভাবে আঘাত করে ফেলে যায় ছিনতাইকারীরা।
এর আগে গত শুক্রবার কেশবপুর উপজেলার মঙ্গলকোট গ্রামের বাসিন্দা হায়দার আলীর ছেলে শাহীনকে মাথা ফাঠিয়ে রক্তাক্ত জখম করে সাতক্ষীরার পাটকেলঘাটার পাটক্ষেতের নির্জন স্থানে ফেলে রাখা হয়। সেখান থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে, পরে খুলনার হাসপাতালে এবং সর্বশেষ ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়