Sunday, June 23

ইন্টারনেট সংযোগ ছাড়াই ব্যবহার করুন জিমেইল

তথ্যপ্রযুক্তি ডেস্ক 

এমন একটি জায়গায় আপনি দাঁড়িয়ে আছেন সেখানে কোনো ইন্টারনেট সংযোগ নেই। কিন্তু এখনই আপনাকে জিমেইল চেক করতে হবে। কী করবেন তখন? সে উপায়ই বাতলে দিচ্ছি এই আয়োজনে-

* ওই ফোনে থাকতে হবে গুগল ক্রোমের ৬১ ভার্সন। না থাকলে ইনস্টল করে নিন আগে থেকেই।
* ব্রাউজার থেকে জিমেইলে প্রবেশ করে ডান কোণায় থাকা সেটিংস আইকনের মতো যে আইকনটি রয়েছে তাতে ক্লিক করতে হবে।
* এপর্যায়ে বেশ কয়েকটি অপশন আসবে। সেখান থেকে ‘সেটিংস অপশনটি’ সিলেক্ট করতে হবে।
* আবারো অনেকগুলো অপশন আসবে। এখান থেকে ওপরের দিকে ডান কোনায় থাকা অফলাইন নামের ফিচারটি নির্বাচন করতে হবে।
* সবশেষে এনাবল অফলাইন মেইল অপশন সিলেক্ট করলেই কার্যকর হবে অফলাইন মুড।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়