Saturday, June 22

ইতিহাস বলছে ইংল্যান্ডের বিদায়

স্পোর্টস ডেস্ক  ::

শ্রীলংকার কাছে গত ম্যাচে ২০ রানে হেরে যায় ইংল্যান্ড। আর তাতেই অনেকে এবারের আসর থেকে ইংল্যান্ডের বিদায় দেখছেন। 

কারণ, ইতিহাস বলছে অন্যকথা। এর আগে ২৭ বছরের মধ্যে বিশ্বকাপের কোন খেলায় ইংলিশরা অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ডের বিপক্ষে  জিততে পারেনি। আর আগামী ম্যাচগুলোই তাদের সঙ্গে।
অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ডের এই তিন টিম রয়েছে ভাল ছন্দে। আছে পয়েন্ট টেবিলের সেরা চারে। এদের সঙ্গে ইংলিশদের ম্যাচ জয় সহজ হবে না। 
ক্রিকেটে জয় পরাজয় ছাড়াও রয়েছে কঠিন হিসেবের সমীকরণ। যেখানে অনেক বড় দলও সেই সমীকরণে শেষ মূহুর্তে এসে আটকে যায়। আবার অনেকে উঠে যায় চূড়ান্ত পর্বে। ঠিক বাংলাদেশের সামনে এসেছে তেমনেই এক সুযোগ। 
ইংল্যান্ড হারার পর বাংলাদেশের সামনে সুখবর নিয়ে এসেছে এমন সমীকরণ। সোজা পথে চলা পয়েন্ট টেবিল একেবারে এলোমেলো হয়ে গেল। রাস্তা পরিষ্কার হলো বাংলাদেশের জন্য। ছয় ম্যাচ খেলে ইংল্যান্ডের বর্তমান পয়েন্ট ৮। সমান ম্যাচে বাংলাদেশের ৫।
বাংলাদেশের পরবর্তী প্রতিপক্ষ যথাক্রমে ভারত, আফগানিস্তান, পাকিস্তান। ভারত বাদে বাকি দুই টিমের বিপক্ষে বাংলাদেশের জয় যে খুব একটা কঠিন হবে এমন কিন্তু না।
ইংল্যান্ড যদি বাকি তিন ম্যাচের একটাতে জয়ী হয়, তাহলে বাংলাদেশের জিততে হবে পরবর্তী তিন ম্যাচেই। তাহলে পয়েন্ট হবে ইংল্যান্ড ১০, বাংলাদেশ ১১।
অথবা ইংল্যান্ড যদি বাকি তিনটা ম্যাচেই হারে, তাহলে তাদের বিশ্বকাপ মিশন ওখানেই শেষ হয়ে যাবে। আর বাংলাদেশের জন্য পথটা সোজা হয়ে যাবে অনেক। দুটি ম্যাচেই তাহলে জিততে হবে টাইগারদের। এক্ষেত্রে পয়েন্ট হবে ইংল্যান্ড ৮, বাংলাদেশ ৯। অর্থাৎ বাংলাদেশ সেমিতে।
ক্রিকেটের হিসেব তো এমনই। অনেক কিছুই তো ঘটছে এই বিশ্বকাপে, হতে পারে বাংলাদেশও উঠে যাবে এবারের সেমিফাইনালে। সমীকরণের হিসেব তো তাই বলছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়