স্যামসাংয়ের পরবর্তী ফ্ল্যাগশিপ গ্যালাক্সি নোট ১০ উন্মোচন হবে আগামী ৭ আগস্ট। খবর ভার্জ।
মার্কিন যুক্তরাষ্ট্রের ব্রুকলিনের
বার্কলেইস সেন্টারে উন্মোচন করা হবে ডিভাইসটি। আগের বছরও একই স্থানে নোট ৯
উন্মোচন করেছিল ইলেকট্রনিক পণ্য নির্মাতা দক্ষিণ কোরীয় প্রতিষ্ঠানটি।
স্যামসাং এর অন্যান্য সিরিজের তুলনায় নোট
সিরিজ কম বিক্রি হয়। তবে নোট সিরিজের আলাদা গ্রাহক রয়েছে। নতুন ডিভাইসটির
দাম বাড়লেও ফিচারে অভূতপূর্ব কোনো পরিবর্তন আসছে না।
প্রযুক্তি সাইট সিনেটের প্রতিবেদনে জানা
গেছে, এবারের গ্যালাক্সি নোট ১০ এ থাকবে ৬ দশমিক ৬৬ ইঞ্চির ডিসপ্লে। দুটি
ভিন্ন মডেলে ছাড়া হবে নোট ১০। ধারণা করা হচ্ছে, এটির ফাইভজি সংস্করণও আনবে
স্যামসাং। দুটি মডেলেই বাদ পরবে হেডফোন জ্যাক, ফিজিক্যাল পাওয়ার, ভলিউম ও
বিক্সবি বাটন।
খবর বিভাগঃ
তথ্য প্রযুক্তি
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়