নিজস্ব প্রতিবেদক:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের ঘটনায় বহিষ্কার হয়ে আত্মহত্যার চেষ্টাকারী ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য জারিন দিয়াকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।
বুধবার রাতে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন নেত্রীকে তারা দেখতে যান।
গোলাম রাব্বানী বলেন, দিয়া তার ভুল বুঝতে পেরেছে। সে তার ফেসবুক স্ট্যাটাসের জন্য দুঃখ প্রকাশ করেছে। আর মানবিক দিক বিবেচনায় নিয়ে আমরা তার বহিষ্কারাদেশ বিবেচনা করব।
গেল সোমবার রাতে এই নেত্রী বহিষ্কার হওয়ার ক্ষোভ থেকে স্লিপিং পিল খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। রাত ২টার দিকে ল্যাবএইড হাসপাতাল থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরের দিন তাকে হাসপাতাল থেকে রিলিজ দেয়া হয়। একদিন সুস্থ থাকলেও বুধবার জারিন দিয়া আবার স্ট্রোক করে স্কয়ার হাসপাতালে ভর্তি হন।
এর আগে, কেন্দ্রীয় কমিটিতে জায়গা না পেয়ে ছাত্রলীগের এ নেত্রী শোভন-রাব্বানীর বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেছিলেন।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়