Tuesday, May 21

ফেঞ্চুগঞ্জে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক:
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার কঠালপুরের দিনপুর গ্রামে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।

নিহতরা হলেন, গ্রামের (কোনাবাড়ির) সমির মোল্লার মেয়ে সাহারা বেগম (৫) ও ইসলাম উদ্দীনের ছেলে শাকিল আহমদ (৬)।

জানা যায়, মঙ্গলবার সকালে তারা বাড়ির পাশে খেলাধুলা করছিল। এসময় অসাবধানবত তারা পাশের পুকুরে পড়ে যান। বাডির লোকজন অনেক খোঁজাখুঁজি করতে থাকেন। এসময় নিহতদের মরদেহ পুকুরে ভেসে উঠতে দেখেন।

পরে পুকুর থেকে উদ্ধার করে ফেঞ্চুগঞ্জ উপজেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত্যু ঘোষণা করেন।


সূত্র: সিলেটভিউ২৪ডটকম

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়