Tuesday, May 21

মুজিব বর্ষে ঢাকায় আসছেন রোনালদো

নিউজ ডেস্ক:

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মুজিব বর্ষকে রাঙাতে ক্রীড়াঙ্গনেও থাকছে নানা রকম প্রস্তুতি। তারই অংশ হিসেবে বাংলাদেশে আসছে আন্তর্জাতিক খেলোয়াড়রা। শোনা যাচ্ছিল ঢাকায় আনা হতে পারে ফুটবল বিশ্বের মহাতারকা লিওনেল মেসি কিংবা ক্রিশ্চিয়ানো রোনালদোকে। সেটাই শেষ পর্যন্ত সত্যি হলো। তবে মেসি নন, ঢাকায় আসছেন পর্তুগিজ তারকা রোনালদো।

মঙ্গলবার ডেইলি বাংলাদেশকে নিশ্চিত করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কাজী আরিফ বিল্লাহ।
তিনি জানান,বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে ঢাকায় পর্তুগাল বনাম ইতালির একটি বন্ধুত্বপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ ম্যাচেই অংশ নেবেন রোনালদো।
এর আগে আর্জেন্টিনার জাতীয় ফুটবল দলসহ লিওনেল মেসির ঢাকায় আসার গুঞ্জন শোনা যায়। গত ১১ এপ্রিল পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছিল।
এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী মোহাম্মাদ শাহরিয়ার আলম ও আর্জেন্টিনার নতুন রাষ্ট্রদূত ডেনিয়েল চোবুরুর (দিল্লিভিত্তিক) মধ্যে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছিল ।
সূত্র: ডেইলি বাংলাদেশ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়