সুলতান মাহমুদ বান্না::
মাহে রমজান হচ্ছে, সবরের মাস। মানুষ তার কথাবার্তায়, আচার-আচরণে, কর্মে ও চলাফেরা যাবতীয় পর্যায়ে সবরের মাধ্যমে রোজা সাধনার পরিপূর্ণ লাভ করে। রমজান মাসে রোজাদার ব্যক্তি কেবল আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সবর করে সব ধরনের পাপ, পানাহার, স্ত্রী সম্ভোগ থেকে বিরত থাকেন। এটি সমবেদনা জানানোর মাস। এ মাসে রোজাকে পরিপূর্ণতা দেওয়ার জন্যই রোজাদারগণ তাদের সকল প্রকার রিপু দমন করার চরম ধৈর্য্যরে পরিচয় দিয়ে থাকে। তাই বলা হয় এটা ধৈর্য ধারণের মাস। ধৈযের বিনিময়ে নির্ধারিত রয়েছে সুশীতল ছায়ানীড় জান্নাত। রাসুল (সাঃ) বলেছেন, এটা সবর বা ধৈযের মাস। আর সবরের বিনিময় হচ্ছে জান্নাত। (মিশকাত)
রমযান মাসে যারা ধৈর্যের সঙ্গে আল্লাহর কাছে সাহায্য চান, মহান আল্লাহ্ তাদের সাহায্য করেন। সিয়াম বা রোজা ধর্মপ্রাণ মুসলিমকে ত্যাগের মাধ্যমে ধৈর্য ধারণের অভ্যাস গড়তে শিখায়। আসলে একজন রোজাদার ব্যক্তি এ মাসে ধর্মীয় নিয়ম-রীতি পালনের মাধ্যমে যে ত্যাগ-তিতীক্ষা, ধৈর্য ও সহনশীলতার গুণাবলী অর্জন করেন। তা বছরের বাকি দিনগুলিতে ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনের সৃজনশীল নানা ক্ষেত্রে কাজে লাগিয়ে থাকেন। পবিত্র কোরআনে আল্লাহ্ তায়ালা ইরশাদ করেন, হে ঈমানদারগণ! তোমরা ধৈর্য ও নামাযের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। নিশ্চয়ই আল্লাহ্ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। (সূরা বাকারা : ১৫৩)।
মাহে রমযানে কঠোরভাবে সিয়াম সাধনার মাধ্যমে অর্জিত ধৈর্য ও সহশীলতা ঈমান ও তার ন্যায্য দাবি প্রতিষ্ঠার সংগ্রাম সাধনায় প্রচুর নিয়ামক শক্তি সঞ্চার করে। সিয়াম সাধনার মাধ্যমে অর্জিত এ সহনশীলতা মুসলমান সমাজের জন্য একটি দলগত কল্যাণ বয়ে আনে। মাহে রমযান প্রকৃত অর্থেই যেন মানুষের মনের পশুত্ব, আত্মঅহমিকা, হিংস্রতাসহ সব অমানবিক দোষ-ত্রুটি জ্বালিয়ে ভস্ম করে ধৈর্য ও সহনশীলতা বিকশিত করে। রমজানে সিয়াম সাধনার খুবই গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে সবর ও সহমর্মিতা। মাহে রমজানের এক মাস সিয়াম সাধনা, সংযম যেন আমাদের বরকত বয়ে আনে এবং তার শিক্ষা আমাদের বাকি জীবনকে সুন্দর করে সোই কাম্য।
প্রচলিত কুসংস্কারের বিরুদ্ধে ধর্মীয় ব্যখ্যা,
সমাজের কোন অমীমাংসিত বিষয়ে ধর্মতত্ত্ব, হাদিস, কোরআনের আয়াতের তাৎপর্য
কিংবা অন্য যেকোন ধর্মের কোন গুরুত্বপূর্ণ বিষয়, সর্বপরি মানব জীবনের সকল
দিকে ধর্মের গুরুত্ব নিয়ে লিখুন আপনিও-
খবর বিভাগঃ
ইসলাম
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়