Monday, May 20

ভারতীয় হাইকমিশনার ও জিএম কাদেরের সৌজন্য সাক্ষাৎ

নিউজ ডেস্ক:

ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাশ ও জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সোমবার দুপুর ১২টায় ভারতীয় হাইকমিশনারের বাসভবনে তারা সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
সাক্ষাৎ শেষে জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, ভারত ভ্রাতৃপ্রতিম দেশ। দুদেশের দ্বিপাক্ষিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। 
তিনি বলেন, আলোচনায় জাতীয় পার্টি এবং আমাদের দেশের অভ্যন্তরীণ রাজনীতির বিষয়বস্তু প্রধান্য পায়। সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার সঙ্গে জঙ্গিমুক্ত শান্তিপূর্ণ বিশ্ব আন্দোলনকে এগিয়ে নিতে ভারত ও বাংলাদেশ একসঙ্গেই কাজ করবে। সামগ্রীক আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে বলেও জানান তিনি।
এ সময় ভারতীয় ডেপুটি হাইকমিশনার বিশ্বদিপ দে, প্রথম সচিব নবনীতা চক্রবর্তী ও জাতীয় পার্টি চেয়ারম্যানের কূটনৈতিক উপদেষ্টা এবং সাবেক রাষ্ট্রদূত আশরাফ উদ দৌলা উপস্থিত ছিলেন।
 সূত্র: ডেইলি বাংলাদেশ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়